ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্র ‘জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি’ উল্লেখ করে বেশ কয়েকটি বিখ্যাত চীনা ব্র্যান্ডের তৈরি টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিসি) এই ঘোষণা দেয়।
টেলিযোগাযোগ ব্র্যান্ডগুলো হলো- হুয়াওয়ে, জেডটিই, ডাহুয়া, হিকভিশন, হাইতেরাসহ আরও কয়েকটি।
পাঁচ সদস্যবিশিষ্ট এফসিসি জানিয়েছে, নতুন বিধি অনুমোদনের জন্য তারা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। এ বিধির আওতায় কয়েকটি চীনা ব্র্যান্ডের টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হবে।
এক বিবৃতিতে গতকাল এফসিসি কমিশনার ব্রেন্ডান কার বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এফসিসির ইতিহাসে প্রথমবারের মতো যোগাযোগ ও ইলেকট্রনিক যন্ত্রপাতির অনুমোদন নিষিদ্ধ করতে আমরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছি।’ তিনি আরও বলেন, এ পদক্ষেপের প্রতি মার্কিন কংগ্রেসের দুই দলের নেতাদেরই সমর্থন আছে।
মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর তৈরি সরঞ্জাম পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কে ঢুকে পড়ে স্পর্শকাতর তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হতে পারে।
আপনার মতামত লিখুন :