ওহাইও সংবাদের নতুন গ্রাহক হলেন যারা


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ /
ওহাইও সংবাদের নতুন গ্রাহক হলেন যারা

ওহাইও সংবাদ : ওহাইও থেকে সর্বপ্রথম বাংলা ভাষায় প্রকাশিত বাংলা পত্রিকা মাসিক ওহাইও সংবাদ বাংলাদেশী কমিউনিটির মাঝে জনপ্রিয়তা লাভ করেছে। ওহাইও সংবাদ পত্রিকার ৫০ ডলার বিনিময়ে বাষির্ক গ্রাহক করা হচ্ছে। ওহাইও সংবাদ পত্রিকার লুইস সেন্টার প্রতিনিধি তৌহিদ সোহেলের সার্বিক তত্ত্বাবধানে হাই ব্যাংকস মেট্টপার্কে নতুন সদস্য করা হয়।

নতুন সদস্যরা হলেন : এ এইচ পলাশ, মোকাম্মেল হক, শামীম ইকবাল। এছাড়া গত রবিবার (৩০ অক্টেবার) ওহাইও সংবাদ এর উন্নয়ন প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভায় বাষির্ক গ্রাহক হলেন : রুপক নাথ, হোসাইন আখতার, মোহাম্মদ সাইফউদ্দিন, সোনিয়া সোমা, মেহেদী হাছান, মোহাম্মাদ জাফর তায়েব, মালিহা আহমেদ, নাছিরুল ইসলাম, শাহেদ জামান, তাপস বরুয়া, অরিজিত শূর, মাহামুদ হোসেন, এনাম জামিল, মোহাম্মদ তাসনুর রহমান, সামস্ হক, মোহাম্মদ ইকবল, রাম বাবা, হাসিবুল হাসান হাবিব, মিজানুর রহমান পল ও জাহাঙ্গীর আলম।