ল্যান্ডস্কেপ ফটোগ্রাফী — আহমাদ তানীম কামাল


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ /
ল্যান্ডস্কেপ ফটোগ্রাফী — আহমাদ তানীম কামাল


আহমাদ তানীম কামাল
সুরা ‘ আর রহমান ‘ এর একটা আয়াত আমাকে ছবি তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলো। আয়াতটা সবারই জানা। ‘ Fabi Ayyi Ala ও Rabbikuma Tukazziban .’
বাংলা অর্থ, ‘ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ? ‘
এই কথাটার মূল্য অনুধাবন করেই ফটোগ্রাফির প্রতি আমার আগ্রহ বেড়ে যায়।

ল্যান্ডেস্কাপ ফটোগ্রাফি বহুল প্রচলিত একটি ফটোগ্রাফী। সাধারণত প্রকৃতি বা মানুষের তৈরি স্হাপনা ( বিল্ডিং, রাস্তা, ব্রিজ ইত্যাদি ) কেsubject হিসেবে ব্যবহার করা হয়। মূলত outdoor ছবিকে আমরা ল্যান্ডস্কেপ হিসেবে চিহ্নিত করি । বেশিরভাগ সময়েই এখানে মানুষের উপস্থিতি থাকে না। কোনো কোনো ক্ষেত্রে ছবির গল্পের প্রয়োজনে মানুষকে ব্যবহার করা হয় ।

ল্যান্ডস্কেপ ফটোগ্রাফী হচ্ছে সবচেয়ে সহজ category । তার কারণ হলো এই ফটোগ্রাফী খুব সহজে শুরু করা যায়। কিন্তু Master Photography Skill তৈরি করতে অনেক বছরের সাধানার প্রয়োজন হয়।

ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য বেশি দামি Camera/ lens এর প্রয়োজন হয় না। এখানে বাইরের আলোকে প্রধান আলো হিসেবে ব্যবহার করা হয়। প্রকৃতির আকাশ , জমি বা পানি কে subject হিসেবে ব্যবহার করা হয়। আর এই subject গুলোকে Static Subject বলা হয় কারণ subject গুলোর স্থান পরিবর্তিত হয় না।

এবার জানাব কী লাগবে ল্যান্ডস্কেপ ছবি তুলতে :
ক ) ক্যামেরা : আপনার কাছে যে ক্যামেরাই থাকুক না কেন তা দিয়েই শুরু করতে পারবেন । DSLR camera , Mirrorless camera , Micro 3rd camera , Point & shoot camera ব্যবহার করা যায় । Full frame camera ব্যবহার করলে wide angle ভালো পাওয়া যায় ।

খ ) লেন্স : Wide angle লেন্স সচরাচর ব্যবহার করা হয় । কিছু ক্ষেত্রে Mid range telephoto ব্যবহার করতে দেখা যায় । আবার Large telephoto lens ব্যবহৃত হয় যা specific area কে focus করতে সাহায্য করে । কেউ কেউ Fisheye lens ব্যবহার করেন Ultra wide angle পাবার জন্য । Macro lens ব্যবহার করা হয় extreme closeup ছবির জন্য ।

গ ) Lighting : সাধারণত প্রাকৃতিক আলোকেই ব্যবহার করা হয়। তবে কোন কোন ক্ষেত্রে ফ্ল্যাশ ব্যবহার করা হয়। সূর্যাস্তের এক ঘন্টা আগের আলো আর সূর্যোদয়ের এক ঘন্টা পরের আলোকেই ব্যবহার করা হয়। আর একে বলে ‘ Golden hour .’
Camera Settings:  Shutter speed (S/S): landscape ছবি তোলার জন্য S/S এর ভুমিকা গুরুত্বপূর্ণ। Landscape ছবির জন্য S/S এর কোনো বাধাধরা নিয়ম নাই। তাই এ জাতীয় ছবি তোলার জন্য ২ ধরনের S/S ব্যবহার করে থাকি।

১. Fast S/S: দ্রুতগামী বস্তুকে Freez করতে fast S/S ব্যবহার করা হয়। যেমন পশুপাখি। সাধারণত , landscape এ 1/100-1/500 পযর্ন্ত ব্যবহার করে থাকি। কখনো কখনো আলোর পরিমানের উপর কম বা বেশি নির্ভর করে।

২. Slow S/S : যখন গতিশীল বস্তুকে Blur করতে হয় তখন Slow S/S ব্যবহার করি। যেমন ঝর্নার পানি। এখানে ১ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড ব্যবহার করা যায়। এখানে একটা বিষয় মনে রাখতে হবে Slow S/S এর সময় অবশ্যই Tripod ব্যবহার করতে হবে।

Aperture : এটি লেন্সের ফুটো বা lens এর hole বলা হয়ে থাকে। যার ভিতর দিয়ে আলো প্রবেশ করে ক্যামেরাতে পৌছায়। Aperture কে f stop দিয়ে চিনে থাকি। যত ছোট নাম্বার হবে আলো ততবেশী প্রবেশ করবে আর যত বেশী বড় নাম্বার তত কম আলো প্রবেশ করবে। Landscape এর জন্য f 8 থেকে f 13 পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে (আলোর উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে)।

ISO : ISO হলো ক্যামেরা সেন্সরের sensitivity কে বোঝায়। এর সাথে গাড়ীর হেড লাইটের সাথে অনেক মিল আছে। যেমন দিনের বেলায় গাড়ীর হেড লাইটের প্রয়োজন হয় না তেমনি দিনের আলোতে ISO নাম্বারের পরিমাণটা কম রাখা ভালো। তাই দিনের আলোতে ১০০ বা তার কম রাখাই উওম। কিন্তু রাতে যেমন গাড়ীর হেড লাইটের প্রয়োজন তেমনি রাতে ক্যামেরার আলার দরকার হয়। আর সেই জন্য ISO নাম্বারটা বাড়িয়ে নিতে হয়।

রাতে ISO ২০০-৮০০ পর্যন্ত রাখা হয়ে থাকে। এখানে মনে রাখতে হবে বেশি ISO তে রাখলে ছবিতে Noise দেখা যায় যা ছবির Sharpness কে নষ্ট করে। নতুন মডেলের ক্যামরাগুলো অনেক আধুনিক হবার কারণে ISO নাম্বার বাড়ালেও Noise কম দেখা যায়।