ওহাইও সংবাদ : বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সেন্ট্রাল ওহাইও এর সাধারন সম্পাদকের দায়িত্ব থেকে ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করলেন মনিরুল ইসলাম মনি। বাকোর দায়িত্ব থেকে পদত্যাগ করলেও সংগঠনের এবং বাংলাদেশ কমিউনিটির যে কোন প্রয়োজনে তিনি সকলের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
বাকো থেকে পদত্যাগ করলেও উত্তর আমেরিকার বাংলাদেশ কমিউনিটির সব থেকে বড় সংগঠন, ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ নর্থ আমেরিকা ফোবানার ২০২২-২০২৪ সালের কার্যকরী কমিটি তে নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।
এ সম্পরর্কে মনি বলেন, ফোবানা একটি বিশাল প্লাটফর্ম যা নর্থ আমেরিকার বাংলাদেশীদের মেলবন্ধনের ক্ষেত্র বিরাট ভুমিকা রাখে, বাকোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ফোবানাতে কাজ করব আসা করি আমরা ওহাইওতে ফোবানার মত বড় সম্মেলনের আয়োজন করতে পারবো এজন্য আমি সকলের সহযোগিতা চাই।
আপনার মতামত লিখুন :