ওহাইও সংবাদকে রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের অভিনন্দন


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ /
ওহাইও সংবাদকে রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের অভিনন্দন

ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ওহাইও সংবাদ পত্রিকাকে অভিনন্দন জানিয়েছেন। ২৫ শে অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এর সহকারী ফোন করে কথা বলেন ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীর সাথে।

এসময় তিনি বলেন সার পত্রিটি পেয়ে অনেক খুশি হয়েছেন এবং তিনি নিজে আমাকে বলেছেন আপনার সাথে কথা বলার জন্য। এ সময় তিনি পত্রিকার বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন এবং ওহাইও সংবাদ এর সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। তার স্থলবর্তী হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। উল্লেখ্য যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগের পূর্বে মুহাম্মদ ইমরান ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।