অনলাইন পোর্টাল ওহাইও সংবাদের যাত্রা শুরু


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ /
অনলাইন পোর্টাল ওহাইও সংবাদের যাত্রা শুরু

ওহাইও সংবাদ : যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ‘ ওহাইও সংবাদ’ এর মাধ্যমে প্রবাসী গণমাধ্যম জগতে যুক্ত হলো নতুন একটি নাম। গত রবিবার (৩০ অক্টেবার) ওহাইও সংবাদ এর উন্নয়ন প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভায় কেক কেটে ও প্রজেক্টার এর মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল ‘ওহাইও সংবাদ’ শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম রহমান সুমন।

সম্পাদক লিটন কবীরের সভাপতিত্বে কলম্বাসের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অরিজিত শূর, আব্দুল খালেক, বশির উদ্দীন, ড. সুলতানা নুরুন নাহার, ফারুক খান, গোলাম রহমান সুমন, ইমরান আহমেদ, মালিহা আহমেদ, আরিফা রহমান, সিলভিয়া রহমান, ইসফাকুল ইসলাম, মোহাম্মাদ জাফর তায়েব, রুস্তুম আলী, মাহবুব রাহমান তাজু, রুহুল আমিন, মেহবুব রহমান, মনিরুল ইসলাম মনি, নাসিরুল ইসলাম, রবিউল ইসলাম সি পি এ, রাশিদা কামাল, রেজা হাসান, সামস্ হক, শাহেদ জামান, তাপস বরুয়া, আলপনা বড়ুয়া, মোহাম্মাদ অবেদিন, সাদিকা অবেদিন, তারেক রহমান খান, নুসরাত মুন, মাহামুদ হোসেন, এনাম জামিল,

মোহাম্মদ তাসনুর রহমান, সাইদ মনোয়ার, টালী মুস্তাকীম, তোফাজ্জল আহমেদ মাষ্টার, ইমন চৌধুরী, বিশি^জত সাহা, মুরসালিন আবেদিন, কৈাশিক মজুমদার, সাইফুর রহমান, ইসমাইল হোসেন, তনুশ্রী দক্ত, জেসমিন জামান, এম এস বারি, সাইদ সাহেদ, মাসুদ রানা, রাশিদ মিয়া, ফায়সাল আরাফাত, ফেরদৌস পারভেজ পরশ, মোহাম্মদ মাহমুদুজজামান লিমন, ইমরান আহমেদ বাবু, সাইখ খান, শাহেদ জামান, তানিয়া সিদ্দীকা প্রিয়া (প্রকাশক), লিটন কবীর (সম্পাদক), সারওয়ার খান (নির্বাহী সম্পাদক), মাহবুবুর রহমান (বার্তা সম্পাদক), লিপিকা দাস (কলম্বাস প্রতিনিধি), মাহবুবা ইয়াসমিন লুনা (পিকারিংটন প্রতিনিধি), তৈহিদুল সোহেল (লুইস সেন্টার প্রতিনিধি) সহ আরো অনেকে।