ওহাইও সংবাদ : ওহাইও প্রবাসী মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওহাইও শাখার সাবেক সাধারণ সম্পাদক আ.ক.ম ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১০ ই নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান আবুল হাসনাত ইউসুফ ও আবরার ফাহিম ইউসুফ কে রেখে যান। মরহুমের গ্রামের বাড়ী নোয়াখালী। ইউসুফ ১৯৯৭ সালে যুক্তরাষ্টে আসেন। তিনি বাংলাদেশে বহু আত্নীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। তিনি তার পরিবারের সাথে ওহাইওর ডাবলিনে বসবাস করতেন।
তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। ব্যবসায়ী পেশাজীবীসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন বলেন তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকহত।
ইউসুফের মৃতুতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনার) ওহাইও শাখার সভাপতি ড.সাবের আহমেদ ও সাধারন সম্পাদক ড.নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমের বিদায়ী আত্নার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার জোহরের নামাজ শেষে নূর ইসলামীক কালচারাল সেন্টারে জানাযা শেষে সানভেরী ইসলামীক কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশী, পাকিস্তানী, ভারত কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ জানাযা ও দাফনে অংশ গ্রহণ করেন। মরহুমের স্ত্রী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :