ওহাইও সংবাদ : গত বৃহস্পতিবার(১৭ নভেম্বর) নিউইয়র্কের পশ্চিম ও উত্তরাঞ্চলীয় এলাকায় শুরু হয়েছে তীব্র তুষারপাত। বিশেষ করে বাফেলোতে তুষারপাতের মাত্রা বেশি। আর এই স্থানগুলোতে জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসন। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। তাছাড়া যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তুষারপাত শুক্রবার মারাত্মক আকার ধারণ করে। এদিন কোন কোন স্থানে ২ ফুট পর্যন্ত তুষারপাতের ঘটনা ঘটেছে। এছাড়া হালকা বাতাস পরিবেশকে আরও অশান্ত করে তুলেছে।
এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ তুষারপাত হয়েছে শহরের দক্ষিণে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এরি লেকের পূর্ব প্রান্তে অনেক জায়গায় ২ ফুটের বেশি তুষারপাত হয়েছে। আর এর প্রভাবে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।এছাড়া বাফেলো, নায়াগ্রা ফলস এবং ডিপ্যুতে অ্যামট্র্যাক স্টেশনগুলো বৃহস্পতিবার বন্ধ এবং শুক্রবার বন্ধ রয়েছে৷ বাফেলো নায়াগ্রা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে এবং বাইরে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বৃহস্পতিবার পশ্চিম নিউইয়র্কের কিছু অংশের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যার মধ্যে রয়েছে লেক এরি এবং লেক অন্টারিওর পূর্ব প্রান্তের এলাকাগুলো। ঘোষণাটি ১১টি কাউন্টিতে জারি করা হয়েছে। এছাড়া আন্তঃরাজ্য ৯০টির বেশি বাণিজ্যিক ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এইদিকে তীব্র তুষারপাতে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। ঘর-বাড়ি থেকে বের হওয়ার কোন উপায় নেই৷ সকলকে এখন থাকতে হচ্ছে ঘরে। আর প্রচণ্ড ঠান্ডায় বাড়াচ্ছে রোগ বালাইয়ের শঙ্কা।
আপনার মতামত লিখুন :