প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওহাইও শাখার কমিটি গঠনের জন্য কর্মীসভা ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক কর্মী সভা উপস্থিত নেতৃবৃন্দদের মতামত ও পরার্মশ নিয়ে আহবায়ক হাসিবুল হাসান হাবিব ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির নাম প্রস্তাব করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এবং কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে প্রস্তাবিত আহবায়ক ও সদস্য সচিবএর নামের বিপরীতে অন্য কোন নাম কেউ প্রস্তাব এবং আপত্তি না করায় তিনি প্রস্তাবিতদের নাম লিপিবদ্ধ করে রাখেন এবং কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষার জন্য বলেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগীর ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির অন্যান্য সদস্য হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক তহিদুল হুসাইন মিলাদ, যুগ্ম আহবায়ক জি এম ফাহাদ, মো. আবুল হাসেম, মো. শাহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম মিল্টন, যুগ্ম সদস্য সচিব মানবেন্দ্র দে ভুলু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাসান তৌফিক রিহিন, আরাফাত ফায়সাল, জিএম আহাদ রাশেদ, কামরুল বাবু, মাহবুব হোসেন, সেলিম হোসেন, জাকির হোসেন, বিপ্লব,নুরে আলম,জাকিয়া আক্তার রুমু,নাসিমা আক্তার এলিয়া,আবুল খায়ের বতু, তাজুল ইসলাম,সাহাদাত হোসেন,শামসুল হক,বাবুল হাওলাদার,হাসান মাহ্মুদ,সালাউদ্দিন সায়েদ বাচ্ছু, মেহিদি হাসান,আফ্রুযা ইসলাম লিজু,রিজ ওয়ানুল হক,রিয়াদ আরফান সরকার রানা, আনিক রাজু,আরাফাত হোসেন সজল,সাহাদাত উল্লাহ টিপু।অয়ন রাকিন, মো. দাউদ,ইয়াকুব আলি রিপন, মাকসুদুর রহমান,সলেহিন হাসান,শহিদুল ইসলাম তুহিন ও মিজানুর রহমান পল।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আয়োজক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এবং আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।
আপনার মতামত লিখুন :