ওহাইও সংবাদ : গত রবিবার (৩০ অক্টোবর) ওহাইও থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা ওহাইও সংবাদের আয়োজনেওহাইওতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলা পত্রিকাটির প্রয়োজনীয়তা শীর্ষক এক মতবিনিময় সভা ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীরের সভাপতিত্বে কলম্বাসের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সাইফ খাঁন। এ সময় মরহুম ড. হাসান আলীস্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পত্রিকার নির্বাহী সম্পাদক সারওয়ার খানঘোষণা করেন উপদেষ্টা পরিষদ, উপ সম্পাদনা পরিষদ ও সম্পাদনা পরিষদের নাম।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, অরিজিত শূর, আতিক রহমান, আব্দুল খালেক, বশির উদ্দীন, ড. রফিকুল ইসলাম, ড. শেখ আকবর আলী, ড. সুলতানা নুরুন নাহার, ফারুক খান, গোলাম রহমান সুমন, হাক্কানী আফরোজা রত্না, হোসাইন নূরী, ইমরান আহমেদ, মোহাম্মাদ জাফর তায়েব, মোফাখারুল ইসলাম, রুস্তুম আলী, মাহবুব রাহমান তাজু, রুহুল আমীন, মেহবুব রহমান, মোহাম্মদ জি. ফারুকী, মোহাম্মদ ইকবাল, ড. মোহাম্মদ তোহা, মনিরুল ইসলাম মনি, নাসিরুল ইসলাম, রবিউল ইসলাম সি পি এ, রফিক হাওলাদার পলাশ, রাশিদা কামাল, রেজা হাসান, ড.সাবের আহমেদ, ড. সন্দীপ মজুমদার, শাহরিয়ার আহমেদ, শামস হক, সুলতানা লুতফুন নাহার, রুপক নাথ, সাইদ মনোয়ার, টালী মুস্তাকীম, তানভীর হোসাইন, তোফাজ্জল আহমেদ মাষ্টার।
উপ সম্পাদনাপরিষদের সদস্যরা হলেন, ডা. হোসনে আরা শাহীনদা (মুন্নী), ফায়সাল আরাফাত, ফেরদৌস পারভেজ পরশ, মোহাম্মদ মাহমুদুজজামান লিমন, ইমরান আহমেদ বাবু, সাইখ খান, শাহেদ জামান।
সম্পাদনা পরিষদের সদস্যরা হলেন, তানিয়া সিদ্দীকা প্রিয়া (প্রকাশক), লিটন কবীর (সম্পাদক), সারওয়ার খান (নির্বাহী সম্পাদক), মাহবুবুর রহমান (বার্তা সম্পাদক), লিপিকা দাস (কলম্বাস প্রতিনিধি), মাহবুবা ইয়াসমিন লুনা (পিকারিংটন প্রতিনিধি), তৈহিদুল সোহেল (লুইস সেন্টার প্রতিনিধি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওহাইও স্টেস্ট ইউনিভার্সিটি অধ্যাপক ড. সুলতানা নুরুন নাহার। তিনি বলেন, আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির দ্বিতীয় প্রজম্মের সন্তানদের মধ্যে অনেক মেধাবী ছেলে-মেয়ে থাকা সত্ত্বেও সঠিক গাইড লাইন না থাকার কারণে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। তিনি আশাবাদ ব্যাক্ত করেন ওহাইও সংবাদএক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমেরিকার ব্যস্ত জীবনে পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সন্তানেরা হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তিনি আগামী প্রজন্মকেকাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানোর জন্য ভাই-বোন, আত্বীয় স্বজন ও বাংলাদেশী কমিউনিটির মধ্যে সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশী কমিউনিটির মধ্যে থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী রুহুল আমিন।তিনি বলেন, আমরা যারা ওহাইওতে বাসকরি ওহাইও সংবাদ পত্রিকা আমাদের জন্য গৌরবের। তিনি আশাবাদ ব্যাক্ত করেন ওহাইও সংবাদ সংখ্যা নয়কোয়ালিটিকে প্রাধান্য দিবে। মেহবুব রহমান বলেন, ওহাইও সংবাদ পত্রিকা বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয়তা উপলব্ধি করে সংবাদ পরিবেশন করবে। বাকোর সাবেক সভাপতি রুস্তম আলী ওহাইও থেকে প্রথম বাংলা পত্রিকা প্রকাশের সাহসী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাকোর সাবেক সভাপতি রেজা হাসান বলেন, ওহাইও সংবাদ পত্রিকার প্রকাশনাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশী কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন। নাট্য সংগঠক অরিজিত শূর বলেন, ওহাই সংবাদ পত্রিকা দুই বাংলার বাংলা ভাষাভাসী মানুষের মাঝে মেলবন্ধন তৈরী করবে। বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক তোফাজ্জল আহমেদ মাষ্টার বলেন, পত্রিকাকে সমাজের দর্পণ বলা হয়ে থাকে। ওহাইও সংবাদ পত্রিকার মাধ্যমে বাংলাদেশের বাস্তব সমাজচিত্র বস্তনিষ্ঠভাবে তুলে ধরা হবে। তাপস বরুয়া আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমি ওহাইও সংবাদ পত্রিকার মাঝে বাংলাদেশকে দেখতে পাই। এছাড়া আরো বক্তব্য রাখেন, ইমরান আহমেদ, মাহমুদুর রাহমান তাজু, মনিরুল ইসলাম মনি, রাশিদা কামাল, টালী মুস্তাকীম, শাহেদ জামানপ্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে ও প্রজেক্টরের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল ‘ওহাইও সংবাদ’ শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম রহমান সুমন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ওহাইও সংবাদ এর পক্ষথেকে কোট পিন ও কলম উপহার দেওয়া হয়। সমাপনী বক্তব্য রাখেন ওহাইও সংবাদ এর প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনও সকলের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেন। সর্বশেষ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :