ওহাইও সংবাদ : ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই আটকে যায় একটি উড়োজাহাজ। আর সেটি দেখতে ওই এলাকায় ভিড় জমতে থাকে মানুষের। একটি উড়োজাহাজ কেন সড়ক দিয়ে চলাচল করছে, কেনই বা আটকে গেল ফ্লাইওভারে—এমন প্রশ্ন দেখা দেয় স্থানীয়দের মধ্যে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকের ট্রেলারে করে ওই উড়োজাহাজটি কচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। পুরোনো উড়োজাহাজটি কিনে নিয়েছিলেন সিএইচ শিব শঙ্কর নামের এক ব্যক্তি। তিনি হায়দরাবাদে পিসতা হাউস নামে একটি জনপ্রিয় ফুড চেইন পরিচালনা করেন। পুরোনো উড়োজাহাজটি কিনে রেস্তোরাঁ সাজানোর পরিকল্পনা ছিল তার।
আপনার মতামত লিখুন :