বিনোদন ডেস্ক : গত রবিবার (২৫ শে সেপ্টেম্বার) ‘পরান’ মুভি দেখার আয়োজন করে বাকো। ওহাইওর প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পরিবার পরিজন নিয়ে এমন একটি বাংলাদেশী মুভি দেখার আয়োজন করে বাকোর সভাপতি আরাফাত ফয়সাল।
দেশের দর্শকদের মুগ্ধ করে এবার ‘পরান’ সিনেমাটি মুক্তি পেয়েছে আমেরিকায়। বায়স্কোপ ফিল্মসের পরিবেশনায় দেখা গেছে সিনেমাটি ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যের ৭০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
‘পরাণ’ ছবির চিত্রনাট্য লিখেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ।
মফস্বলের দুই তরুণ ও এক তরুণীর জীবন ও প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পরাণ’। গত বছরের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহে সিনেমাটির শুটিং শুরু হয়। মফস্বলের তিন তরুণের জীবন ও সংকট, আবেগ-অনুভূতি উঠে আসে ছবিতে। ভালোবাসা, নেশা, রাজনীতি, বিবাহ ও বিচ্ছেদ নিয়ে ঘটনাবহুল ছবিটির কাহিনি।
ব্যবসা সফল ছবির তালিকায় উঠে এসেছে এই ‘পরান’ ছবিটি। তাছাড়া এ ছবির ‘চলো নিরালায়’ গানটি রীতিমত হয়েছে ভাইরাল। এমন সফলতায় ছবির কলাকুশলীরা দারূণ খুশি।
‘পরান’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ, একথা বললেন বায়স্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ। তিনি বলেন, এই সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মত।
শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ও ইয়াশ রোহানের ‘পরান’-সিনেমার অভিনয় দর্শকমহলে দারূণ প্রসংসিত হয়েছে। এই সিনেমাটিতে রাশেদ মামুন অপু, শহীজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দীন খান প্রমুখ অভিনয় করেছেন। শরিফুল রাজের অভিনয় নজর কেরেছে দর্শকদের।
আপনার মতামত লিখুন :