ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এইদিকে বংলাদেশ সময় বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত প্রতিনিধি পরিষদ ও সিনেটে উভয় দিকে ইতিবাচক রয়েছে রিপাবলিকানরা। যারমধ্যে প্রতিনিধি পরিষদের নির্বাচনে বিস্তর এগিয়ে রিপাবলিকানরা।
দুপুর ১টা পর্যন্ত ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে এখনও পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
সংবাদমাধ্যম বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে টি আসনের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে বাইডেনের ডেমোক্র্যাটসরা পেয়েছে ১৭১টি আসন। আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছে ১৯৬টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।
অন্যদিকে, উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটসরা সিনেটের ৪৮টি আসন এবং রিপাবলিকানরা সমান ৪৭টি আসন পেয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন। সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন ও সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে।
আপনার মতামত লিখুন :