বাংলাদেশি কমিউনিটির ফুটবল দল সিবিএসসি


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২২, ৬:৩২ অপরাহ্ণ /
বাংলাদেশি কমিউনিটির ফুটবল দল সিবিএসসি

ক্রীড়া ডেস্ক : ফুটবল……! এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম। ইংরেজিতে একটি কথা আছে-

“Football? Are you talking about feelings? ” হ্যা, ফুটবল খেলাটা একটা ফিলিংস, যারা ফুটবল ভালোবাসে তারাই কেবল এই ফিলিংস উপভোগ করতে পারে। শুধু ফুটবল ম্যাচ দেখার মধ্যেই এই ফিলিংস সীমাবদ্ধ নয়, বরং এই ফুটবল নিয়েই সকল আলোচনা সমালোচনা! তর্ক- বিতর্ক, আড্ডা আবার কখনোও বা ঝগড়া। ফুটবল খেলাটা এমন ই। বাংলাদেশি কমিউনিটির ফুটবল দল সিবিএসসি এর ব্যাতিক্রম নয়।
সিবিএসসি ফুটবল দল গঠনের পটভূমি:
ওহাইও সংবাদ এর সাথে একান্ত সা ক্ষত কালে ক্লাবটি প্রতিষ্ঠা জাফর বলেন, ২০১৫ সালের কোন এক শনিবার রাতে আমরা কয়েক জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে আমি সকলের উদ্দেশ্যে বলি, মজা করার জন্য বা সপ্তাহে একদিন একে অপরকে দেখার জন্য ফুটবল ক্লাব খোলার পরামর্শ দেয়। প্রত্যেকে আমার প্রস্তাবে সম্মত হয়। তারপর দুই সপ্তাহের মধ্যে আমরা ১৮ জন তরুণ ও মধ্য বয়সী খেলোয়াড়কে সাইন করাতে স ক্ষম হয়। তারপর আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশী ফুটবল দলের নাম দেয় “কলম্বাস ফায়ারবলস”।
আমরা প্রতি সপ্তাহে ফুটবল খেলার মধ্য দিয়ে অনেক মজা করি থাকি, কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়ছে, তাই আমরা দুটি ভিন্ন বাংলাদেশী ফুটবল দল করার সিদ্ধান্ত নেয়, আমরা বলি যৌবন দল (৩৫ বছরের কম বয়সী খেলোয়াড়) এবং আমরা বলি বুড়া দল (৩৫ বছরের বেশি বয়সী খেলোয়াড়), তাই ২০১৮ আমরা কলম্বাস ফায়ারবলস দলরে নাম পরবির্তন করে নাম করণ করা হয় সিবিএসসি (কলম্বাস বুইড়া ফুটবল ক্লাব)। তিনি আরো বলেন, প্রবাসের মাটিতে শত কর্মব্যস্ততার মাঝে সপ্তাহে এক দিন খেলায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত।
বর্তমানে সিবিএসসিতে ২৬ জন এবং তরুণ দলে ১৮ জন সক্রিয় খেলোয়াড় রয়েছে।”
বর্তমান খেলোয়াড় তালিকা রয়েছেন : আকবর, জাফর, নাসি, মিরাজ, তনয়, সৌমিক, জাহান, ইসমাইল, ইমরান, সুমন, খালিদ, তানভীর, শাহরুখ, সাইফুর, ফয়সাল, সাইফ, আতিফ, প্রতীক, তামিম, মেহবুব, তারেক, আরেফিন, আসিফ, হাবিব, হেলাল, সাইদুল, শিবলী, শাহরিয়ার ও সোহেল।