বিনোদন : ম্যাককনেল আর্ট সেন্টারে স্পটলাইট কলম্বাস এর আয়োজনে অন্য থিয়েটর এর প্রযোজনায় এক মনমুগ্ধকর নাটক মঞ্চায়িত হয় যার নাম ফিটবিট। নাটকটির রচয়িতা ও পরিচালনায় ছিলেন সন্দীপ মজুমদার
নাটকটির সার সংক্ষেপ: হৃৎপিন্ডের রোগ গগা বাবুর। কলকাতায় হাঁটার যায়গার বড় অভাব। ডাক্তারের পরামর্শ অনুযায়ী গগা বাবুর প্রয়োজন দিনে পাঁচ কিলোমিটার হাঁটা গেলেন নিউইয়র্কে ছেলের বাড়ি। সেখানে নাকি হাঁটার যায়গার অভাব নেই। কিন্তু তাতে কি তাঁর হৃৎপিন্ড সেরে উঠবে? নাকি বার্ধক্য বয়সে গগা বাবু ছোট বেলায় মা’র বলা কিছু কথার মর্ম নতুন করে উপলব্ধি করবেন?
নাটকটিতে অভিনয় করেছেন অরিজিৎ সুর, ফারহানা ইয়াং (নিঝুম), আবির হাসান(শিশু শিল্পি), মেহবুবোর রহমান, গৌতম মালাকার, আলোক সজ্জায় তানজিম শামস (শিবলী), শব্দ নিয়ন্তনে শারিক শফি, শিশু শিল্পি আবিরকে আভিনয় শিখিয়েছেন মুনিয়া মোস্তফা, পটভূমিতে অভীক মজুমদার, শিল্পকর্ম অরুণিতা ঘোষ।
আপনার মতামত লিখুন :