মাসিক পত্রিকা ওহাইও সংবাদ এর গোল টেবিল বৈঠক


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ /
মাসিক পত্রিকা ওহাইও সংবাদ এর গোল টেবিল বৈঠক

ওহাইও সংবাদ : মাসিক ওহাইও সংবাদ পত্রিকার আত্নপ্রকাশ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠক কলম্বাসের একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে ওহাইও তে বসবাসরত বাংলাদেশ, কলকতার বিশিষ্ট ব্যাক্তী বর্গ অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে ওহাইও স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক ডা. সন্দীপ মজুমদার বলেন মাসিক ওহাইও সংবাদ পত্রিকার মাধ্যমে আমেরিকায় অবস্থানরত সকল বাংলা ভাষাবাসী মানুষের সম্পর্ক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে। তিনি পত্রিকার সাথে সংশিষ্ট সকল কে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) পক্ষে মোহাম্মদ জি ফারুকী। তিনি বলেন অনেক দিন ধরে ওহাইও তে একটি বাংলা পত্রিকার অভাব অনুভব করেছিলাম। আশা করি উক্ত পত্রিকার মাধ্যমে মাতৃভাষা চর্চা করে উক্ত অভাব পূরনে বিরাট ভূমিকা পালন করবে। আর্তমানবতার সেবায় নিয়োজিত গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থা লালমাই, কুমিল্লার প্রতিষ্ঠাতা আব্দুল খালেক তার বক্তব্যে ওহাইও থেকে সর্ব প্রথম বাংলা ভাষায় পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন ওহাইও সংবাদ বাংলাদেশী কমিউনিটির সুখ দুঃখের অংশীদার হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশান ওহাইও কলম্বাস শাখার পক্ষে সরওয়ার খান তার বক্তব্যে বলেন ওহাইও সংবাদ পত্রিকার মাধ্যমে পরবর্তী প্রজম্মের বাংলাদেশীদের মাঝে মাতৃভাষা ও বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাস জানতে আগ্রহী করে তুলবে। বাংলাদেশ এসোসিয়েশান অফ সেন্ট্রাল ওহাইও (বাকো) সভাপতি ফায়সাল আরাফাত উক্ত পত্রিকার সর্বাধিক প্রচার এ সফলতা কামনা করেন। সোনার বাংলা ক্রিকেট ক্লাব কলম্বাস ওহাইও এর প্রতিষ্ঠাতা শাহেদ জামান মাসিক ওহাইও সংবাদে বাংলাদেশী কমিউনিটি আয়োজিত বিভিন্ন খেলাধুলাও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করে যুব সমাজ কে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য আহবান জানান। কলম্বাসের বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস পারভেজ পরশ পত্রিকা প্রকাশে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। মোহাম্মদ সাইফ বলেন ওহাইও সংবাদ সকল দলমতের উর্ধে ওঠে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে। পারফেক্ট ট্যাক্সের প্রধান নির্বাহী রবিউল ইসলাম সিপিএ যে কোন ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত গোলটেবিল বৈঠকে আরো আলোচনায় অংশগ্রহণ করেন মনিরুল ইসলাম মনি সাধারন সম্পাদক বাকো, তানিয়া সিদ্দীকা প্রিয়া সাংস্কৃতিক সম্পাদক বাকো ও প্রাকাশক ওহাইও সংবাদ, আহমেদ হোসেন আরমান সাবেক সাধারন সম্পাদক বাকো ও পিউনি, ইশফাক ইসলাম সাবেক ভাইস প্রেসিডেন্ট বাকো, মাহবুবা ইয়াসমিন লুনা, ইমরান আহমেদ বাবু, মোহাম্মদ তোহা ফাইনালশিয়াল এ্যাডভাইজার, লিমন মোহাম্মদ মাহমুদুজজামান প্রোপাইটর মেসার্স হানুফা অটোমেটিক রাইস মিল এর প্রতিষ্ঠাতা ও আজাদ। সমাপণী বক্তৃতায় পত্রিকার সম্পাদক সকলকে উক্ত অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং মাসিক ওহাইও সংবাদ পত্রিকার প্রকাশ করার জন্য সকল ধরণের সহযোগিতা কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওহাইও সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মাহবুবুর রহমান।