লিপিকা দাস, বিশেষ প্রতিনিধি, ওহাইও সংবাদ : সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হল নর্থল্যান্ড হাই স্কুলে।
গত ৭ই অক্টোবর শুক্রবার থেকে ৯ই অক্টোবর রবিবার প্রযর্ন্ত চলে এই শারদীয় দুর্গাপূজা ধর্মীয় উৎসব। সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর আয়োজনে এ বছর ৩৪ তম শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করা হয়। এসময় নাচ-গান, নাটক, আরতি, সিদুর খেলা ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে নর্থল্যান্ড হাই স্কুল প্রঙ্গন।
দেশের মাটিতে পা রাখতে না পারলেও ওহাইওর সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙ্গালিরা দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। নব প্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করছেন প্রার্থনা। ঢাকের শব্দ আর গানের সুরে মেতে ওঠে ওহাইও থাকা হিন্দু ধর্মাবলম্বীরা।
সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি সৌভিক রায় এর সাথে কথা হয় ওহাইও সংবাদ এর তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ দুই বছর অনেকটাই নিষ্প্রাণ ছিল আমাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে এবার করোনার সংকট ও ভয় কাটিয়ে ফিরে এসেছে চিরচেনা সেই উৎসবের আমেজ। তিনি আরো বলেন এবারে পূজার মুল আকর্ষন নতুন দুর্গা প্রতীমা। কোলকাতার মিন্টু পল দুর্গা প্রতীমা টি তৈরী করেছেন।
উৎসবের মুল আকর্ষন ছিলো কোলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী ইমান চক্রবর্তীর গান। একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন ইমান চক্রবর্তী। এছাড়া উৎসবে আয়োজন ছিলো পূজাপাঠ, নাচ-গান, নাটক, আরতি, সিদুর খেলা ও হরেক রকম খাবারের ব্যবস্তা।
দুর্গাপূজার সার্বিক আয়োজনে ছিলেন সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি সৌভিক রায়, সহ-সভাপতি ওমকার সাহা, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা, সাংস্কৃতিক সম্পাদক সৌমি চ্যাটার্জী, সদস্য সঞ্জিব সরকার ও সায়োন মালিক চৌধুরী।
আপনার মতামত লিখুন :