শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত শতাধিক


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ /
শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত শতাধিক

ওহাইও সংবাদ : সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শনিবার দুটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, হামলায় আরও ৩০০ জনের বেশি আহত হয়েছে। খবর সিএনএনের।
সোমালিয়ায় এই ধরণের বিস্ফোরণের জন্য জঙ্গি গোষ্ঠী আল-শাবাবকে দায়ী করেছেন মোহামুদ।

মোহামুদ টুইটারে লিখেছেন, ‘নৈতিকভাবে দেউলিয়া এবং অপরাধী আল-শাবাব গোষ্ঠী নিরীহ মানুষের ওপর আজকের নিষ্ঠুর এবং কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা আমাদের দমিয়ে রাখতে পারবে না। বরং তাদের সর্বদা পরাজিত করার জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।’
হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করা না হলেও হয়নি, আল-শাবাব জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিক অন্যান্য হামলার দায় স্বীকার করেছে।
‘আমাদের সরকার এবং সাহসী জনগণ অশুভের বিরুদ্ধে সোমালিয়াকে রক্ষা করতে থাকবে’—মোহামুদ যোগ করেছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার মতে, রাজধানীর একটি ব্যস্ত মোড়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সামনে দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়।
১৪ অক্টোবর, ২০১৭ সালে চৌরাস্তা সোমালিয়ার জোবে জংশন এলাকায় একই ধরণের একটি মারাত্মক বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় ৫০০ জনের বেশি লোক নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছিল।