ওহাইও ইউনিভার্সিটি নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২, ১১:৩২ অপরাহ্ণ /
ওহাইও ইউনিভার্সিটি নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ওহাইও সংবাদ : গত ২৫ এ সেপ্টেম্বর, ‌স্ট্রাউডস্ রান স্টেট পার্কে বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএফ), ওহাইও ইউনিভার্সিটি উদ্যোগে আয়োজিত হয় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. ফায়াজ (সহযোগী অধ্যাপক, ওহাইও ইউনিভার্সিটি), সাবেক ও বর্তমান সভাপতি, এবং অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের প্রাথমিক উদ্দেশ্য ছিল নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া ও সফলভাবে শিক্ষা জীবন শেষ করা শিক্ষার্থীদের বিদায় জানানো। দেশীয় ঘরোয়া খাবার আর হরেক রকমের বাঙালি পোশাকে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল ডো-লেকের বিকেলটি। উল্লেখ্য, ওহাইও বিশ্ববিদ্যালয়টি ওহাইও অঙ্গরাজ্যের সর্বপ্রথম ও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় যা ১৮০৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান,‌ প্রযুক্তি, অর্থনীতি সহ ‌আরো অনেক বিষয়ে ত্রিশ জনের অধিক বাংলাদেশী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হকিং নদীর তীরবর্তী বিশ্ববিদ্যালয়টি। এ বছর তিনজন শিক্ষার্থী তাদের পি.এইচ.ডি ও একজন মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে। সেই সাথে আরো নতুন দশজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছে।