ওহাইও সংবাদ : গত ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার রাত ৮ ঘটিকায় ওহাইও এস্টেট বিএনপি এর উদ্যোগে কর্মীসভা, আহ্বয়ক কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সকলের সিদ্ধান্তে মো: হাসিবুল হাসান (হাবিব) কে ওহাইও এস্টেট বিএনপি এর আহ্বায়ক হিসাবে নির্বাচন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ত্ব করেন মো: হাসান তৌফিক রেহেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো: হাসিবুল হাসান (হাবিব), সভায় সঞ্চালার দায়ীত্ব পালন করেন মো: মনির হোসাইন (মনি)। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান (পল)। প্রথমে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: সাহব উদ্দীন, বিশেষ বক্তব্য রাখেন মো: আবুল হাসেম, এছাড়া অন্যান দের মধ্যে বক্তব্য রাখেন মো: সোলায়মান, মো: ফয়সাল, মো: তৌহিদি হোসাইন, জি এম ফাহাদ, মো: সেলিম, ভুলু, মাহবুব হাসান, রুমু আক্তার, নাসিমা আক্তার, মো: রাকিব হোসেন, জাকির হোসেন, মো: শামসুল হক হাওলাদার সহ আরো অনেকে।
সর্বশেষ আহ্বায়কের নাম প্রস্তাব করা হলে প্রত্যেকেই মো: হাবিবুল হাসান (হাবিব) এর নাম পেশ করেন। অতপর সভার সকলের সিদ্ধান্ত ও ঐক্য মতের ভিত্তিতে মো: হাসিবুল হাসান (হাবিব) কে ওহাইও এস্টেট বিএনপি এর আহ্বায়ক হিসাবে নির্বাচন করা হয়। সভাশেষে ডিনার পার্টির মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন :