মোহাম্মদ মাহমুদুজ্জামান লিমন, ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্র ওহাইও প্রবাসী ড. হাসান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৫ শে সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে ক্লিভল্যান্ড একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭৬ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি সহ বহু আত্নীয়-স্বজন রেখে যান। মরহুমের গ্রামের বাড়ী দিনাজপুর। তিনি তার পরিবারের সাথে ওহাইওর ক্লিভল্যন্ডে বসবাস করছিলেন।
ড. হাসান আলী ১৯৭৩ সালে সিনসিনাটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করনে। ৫২ বছর সংসার জীবনে স্ত্রী দিল আফরোজা আলী ও তাদের দুই সন্তান ও তিন নাতি-নাতনি রয়েছে। মেয়ে ড. রুমানা এ আলী, ওএসইউ থেকে ফার্মেসিতে ডক্টরেট করেছেন বর্তমান ওয়ালগ্রিনসের ফার্মাসিস্ট হিসেবে চাকুরী করেন। রুমানা ওহাইওর সোলোনে বসবাস করেন। তার স্বামী মোহাম্মদ এবং দুই সন্তান সাবরিয়া ও জেভিয়ার।
তাদের ছেলে রায়হান এম. আলী, বোয়িং-এর একজন শিল্প প্রকৌশলী হিসেবে চাকুরী করেন। রায়হান তার স্ত্রী সানিয়া এবং সন্তান জায়েদের সাথে ওয়াশিংটনের সিয়াটলে থাকেন। ড. হাসান আলী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বহু আত্নীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। ব্যবসায়ী পেশাজীবীসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
কমিউনিটির প্রবীণ ব্যাক্তিত্ব ও সমাজ সেবক মোফাখারুল ইসলাম বলেন, তিনি ছিলেন দয়ালু, পরপোকারী, খুব ভালো মনের মানুষ, তিনি খুব আস্তে আস্তে কথা বলতেন ও খুবি মিষ্টিভাষী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকহত।
ওহাইও সংবাদ পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক লিটন কবীর ও প্রকাশক তানিয়া সিদ্দীক প্রিয়া গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
জানাজায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্হিত ছিলেন মোফাখারুল ইসলাম, আব্দুল মালেক, মোহাম্মদ বদরুল আমিন, মোহাম্মদ মতিউর রহমান জলি, মোহাম্মদ দেলওয়ার হোসেন হলি, টালি মোস্তাকিম, রেলি আমিন, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মাহমুদুজ্জামান লিমন, মোহাম্মদ হানিফুর জামান মুক্তি, জয়নাল আবেদিন সহ আরো অনেকে ।
চ্যাগ্রিন ভ্যালি ইসলামিক সেন্টার প্রঙ্গনে জানাজা শেষে সোলন ক্লিভল্যান্ডের মাউন্ট অলিভ কবরস্থানে মরহুমের দাফন করা হয়। মরহুমের স্ত্রী দিল আফরোজা আলী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :