সারওয়ার দিবা দম্পতির শখের বাগান


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১১:১৭ অপরাহ্ণ /
সারওয়ার দিবা দম্পতির শখের বাগান

মাহবুবুর রহমান : আমাদের এবারের উপস্থাপনা সারওয়ার খান ও রুমেনা সুলতানা দিবা’র শখের বাগান। বৈকালিক সূর্য হেলে পড়ার আগেই আমরা যেয়ে উপস্থিত হলাম সারওয়ার দিবা দম্পতির হিলিয়ার্ড ওহাইও’র বাসায়। বাসার ব্যাকইয়ার্ড যেন প্রাচ্য পাশ্চাত্যের মিলন ভূমি। এক দিকে যেমন দেশীয় শাক সবজির বাগান, একই সাথে পাশাপাশি বেড়ে উঠেছে আঙ্গুর ও আপেলের গাছ। যত্নের সাথে গড়ে তোলা হয়েছে আঙ্গিনার আঙ্গুর ঝাড়।
সারওয়ার দিবা দম্পতি আমেরিকা আসেন ২০১৩ সালে। বাংলাদেশে প্রতিষ্ঠিত ব্যাবসায়ী সারওয়ার খান একসময় প্রায় এক দশক সরকারি চাকরিও করেছেন। আর রূমেনা সুলতানা দিবা নিয়োজিত ছিলেন স্কুল শিক্ষকতায়। এক ছেলে ও এক মেয়ের গর্বিত পিতা মাতা সন্তানদের উচ্চশিক্ষার বিবেচনায় পাড়ি জমান আমেরিকায়। সন্তানদের পছন্দের ওহাইও ষ্টেট ইউনিভার্সিটির কারনে হিলিয়ার্ডে বাড়ি কিনে বসতি গড়েন। সন্তানদ্বয় দুজনেই পরবর্তীতে ওহাইও ষ্টেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে স্ব স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে।
ব্যাক ইয়ার্ডের এক পাশে সবজি বাগান। দেশীয় সিম, বরবটি, ঢেড়ষ এর সাথে ফলেছে জিঙ্গা, সিসিঙ্গা আর করলা। আরেক পাশে লাউ ঝাড়ে ঝুলে আছে কয়েকটা লাউ। চমৎকার আঙ্গুর ঝাড়ে ঝুলে আছে থোকায় থোকায় আঙ্গুর। আর সবকিছুর শোভা বাড়িয়ে দিয়েছে আরেক পাশের ছোট্ট ডোবায় দৃষ্টি নন্দন শাপলা ফুল। এ যেন গ্রাম বাংলার প্রতিচ্ছবি।
সারওয়ার দিবা দম্পতির জন্মস্থান, বেড়ে উঠা আধ্যাত্মিক নগরী সিলেটে। দুজনেরই উচ্চশিক্ষার বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকরি ও ব্যাবসার সুবাদে তারা দীর্ঘদিন কাটিয়েছেন রাজধানী ঢাকা ও সাগর সৈকত আর বালিয়াড়ির শহর কক্সবাজারে। পূর্ন বয়সে এসে থিতু হয়েছেন ওহাইও‘র হিলিয়ার্ডে। মানসপটে ধারন করেন জন্মভূমি বাংলাদেশকে। আর তারই প্রতিচ্ছবি বাড়ির ব্যাক ইয়ার্ডে শখের বাগান।