বিনোদন ডেস্ক : গত বুধবার (০৭ সেপ্টেম্বার) রাতে ‘হাওয়া’ মুভি দেখার আয়োজন করে বাকো। ওহাইওর প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পরিবার পরিজন নিয়ে দীর্ঘ দিন পর এমন একটি বাংলাদেশী মুভি দেখার আয়োজন করে বাকোর সভাপতি আরাফাত ফয়সাল। এছাড়া আয়োজন ছিল মিষ্ট ও সিঙ্গারা। সিনেমা চলাকালীন সময় সকলের হাতে মিষ্ট ও সিঙ্গারা পৌছেদেন আরাফাত ফয়সাল ও জয় আনান।
সমুদ্রের জলের সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্প আর মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘হাওয়ার’ কাহিনি। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন নিজে। সিনেমাটিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, রিজভি, নাসির, মাহমুদসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :