লেবার ডে আর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ /
লেবার ডে আর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ওহাইও নিউজ : ১৯৬৬ সাল থেকে আপার আর্লিংটন লেবার ডে আর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে আসছে। গত (৫ সেপ্টেম্বর) নর্থহাম রোড পার্কে অনুষ্ঠিত হয় আর্টস ফেস্টিভ্যাল।
লেবার ডে উপলক্ষে হাজার হাজার দর্শক শিল্পকর্মে নিজেদের নিমগ্ন করতে আসে নর্থহাম রোড পার্কে। আর্টস ফেস্টিভ্যালটিতে একশ বিশ জনের বেশি চিত্রশিল্পী উপস্থিত ছিলেন, তারা হাতে-কলমে ছবি আঁকা ও শিল্প কার্যক্রম পরিচালনা করেন।
লেবার ডে আর্টস ফেস্টিভ্যাল দুইশর বেশি স্টল বসে নর্থহাম রোড পার্কে। সেখানে শিল্পীদের হাতের কারুকাজ করা পেইন্টিং, ফটোগ্রাফি, গয়না, মৃৎশিল্প, ভাস্কর্য, লাইভ মিউজিক, খাবারের স্টল ও প্রচুর অঙ্কন আইটেম সহ একটি খোলা জায়গা সাজিয়ে ছিল, যেখানে বাচ্চারা চিত্রাংকন করতে পারে। এছাড়া বিনোদনের জন্য ব্যান্ড শোর আয়োজন ছিল।
ওহাইও সংবাদর প্রতিনিধির সাথে কথা বলেন সোহেল, তিনি বলেন এ বছর পোলারিস থেকে অনেক বাচ্চারা যোগ দিয়ে ছিল লেবার ডে আর্টস ফেস্টিভ্যাল তারা খুব ভালো সময় কাটিয়েছে।