অস্কারজয়ী ভারতীর সঙ্গীতশিল্পী এ আর রহমান কলম্বাসে


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ /
অস্কারজয়ী ভারতীর সঙ্গীতশিল্পী এ আর রহমান কলম্বাসে

বিনোদন ডেস্ক : ভারতীয় সংগীতের জন্য এ আর রহমান শুধুই একটি নাম নয়। এ শিল্পের জন্য তিনিই ভারতীয় আইকনে পরিণত হয়েছেন। গত বৃহস্পতি বার (১৮ আগষ্ট) এই কিংবদন্তি ও অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান, মুনষ্টার ইন্টারটেন্টমেন্ট এর আয়োজনে কলম্বাসে কেম্বা লাইভ হলে সংগীত পরিবেশনা করেন। কলম্বাস সহ আশে পাশের বিভিন্ন ষ্টেট থেকে গান প্রেমী মানুষ এসে হাজির হয় কেম্বা লাইভ হলে। এর পর ৭.৪৫ মিনিটে ষ্টেজে হাজির হন এ আর রহমান, জয় হো গান দিয়ে শুরু করনে কনসার্ট। অত্যাধুনিক আলোকসজ্জা ও একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন এ আর রহমান। তাল সে তাল মিলা, হাম্মা হাম্মা, ইয়ে জো দেশ হ্যায় তেরা, দিল সে রে, রঙ্গিলা রে, পালানহারে সর্বশেষ মা তুঝে সালাম এর মাধ্যমে কনসার্ট শেষ করেন।
এ আর রহমান নিজের ভিশন ও প্যাশন দিয়ে ভারতীয় সংগীতশিল্পকে আমূল পাল্টে দিয়েছেন এবং নিজেকে ভারতীয় সংগীতের মুখপাত্রে পরিণত করেছেন।