উৎসবমুখর পরিবেশে মুনা পিকনিক অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১০:২১ অপরাহ্ণ /
উৎসবমুখর পরিবেশে মুনা পিকনিক অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনি, ওহাইও সংবাদ : বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) গত ৩১ জুলাই রবিবার হাইব্যাঙ্কস মেট্রো পার্কে আয়োজন করেছিল বার্ষিক পিকনিক।
সকালে পিকনিক এর উদ্বোধন ঘোষণা করেন মুনার সাবেক সভাপতি ও নর্থ জনের সদস্য মোহাম্মদ জি ফারুকী, মুনার সভাপতি জনাব ড. ছাবের আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী ড. নাছির উদ্দীন এর পরিচালনা অনুষ্ঠিত হয় মুনা পিকনিক।
দিনভর হৈ-হুল্লর, খেলা-ধুলা আড্ডা ও বিনোদনের মধ্যদিয়ে কেটেছে দিনটি। পিকনিক কার্যত পরিণত হয় ওহাইওর বাংলাদেশী কমিউনিটির পরিবার পরিজন ও শুভানূধ্যায়ীদের মিলনমেলায়।
কোভিড-১৯ এর প্রকট কেটে যাওয়ায় ব্যস্ততম জীবনের ফাঁকে একটু আনন্দ-বিনোদনের জন্য মুসলিম উম্মাহ অফ নর্থ
আমেরিকা (মুনা) নিয়েছিল পিকনিকের এই উদ্যোগ। আলো-ঝলমলে দিনে প্রচন্ড গরম থাকলেও পার্কের ছায়াঘেরা নির্মল পরিবেশ পিকনিকের আনন্দে তেমন বিরূপ প্রভাব ফেলতে পারেনি।
পিকনিকে সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী, সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল দিনটি।
পিকনিকে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত হয়েছিলেন ড. রফিকুল ইসলাম, মোফাখারুল ইসলাম, মাষ্টার তোফাজ্জল আহম্মেদ, গোলাম রহমান সুমন, লিটন কবীর সম্পাদক ওহাইও সংবাদ, সারওয়ার খান, বাকোর সভাপতি আরাফাত ফয়সাল, বাকোর সাংস্কৃতিক সম্পাদক তানিয়া সিদ্দীকা প্রিয়া, মুনার নেতৃবৃন্দের মাধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালেক, জাহিদুল ইসলাম, শামসুল আলম, সাইফুর রহমান, সাইফ, ড. ওয়াহিদ, মিলন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ।
এছা—া সেচ্ছা সেবক হিসাবে দ্বায়িত্ব পালন করেন মেহেদী হাছান সবুজ, রাকিবুল ইসলাম সজীব, আজিজুর রহমান, রিয়াজ হোসেন গোলাম, মাহবুবুর রাহমান, ছাদেকুর রহমান ও ইমরান আহমেদ বাবু, সাদিকা আবেদিন, মুনিয়া, লুনা, আঁখি, ফারজানা ও শিরিন আক্তার।
কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামিক কুইজ, গণিত কুইজ, বালক বালিকাদের বয়স ভিত্তিক দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, ভিন্স নিক্ষেপ, হারি ভাংগা, ও ফুটবল খেলা।
সেই সাথে ছিলো সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ আর রাতের খাবারে ব্যবস্তা ও চা-চক্র। সবশেষে অনুষ্ঠিত হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী।
দিনব্যাপি আনন্দ-উল্লাস শেষ করে শুরু হয় বাড়ী ফেরার পালা। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওহাইও শাখার সভাপতি ড. ছাবের আহমেদ সেক্রেটারী ড. নাছির উদ্দীনে পক্ষ থেকে আগত সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে আবার একত্রিত হবার ইচ্ছা প্রকাশ করে দিনব্যাপী পিকনিকের সমাপ্তি ঘোষণা করেন।