কলম্বাসে বাস-ট্রাক্টর সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ৬


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ণ /
কলম্বাসে বাস-ট্রাক্টর সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ৬

ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্রের ওহাইও কলম্বাসে শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৮ জন।

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) ওহাইওর কলম্বাসে লিকিং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ইন্টারস্টেট সেভেনটিতে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। এতে ছয়জন নিহত এবং ১৮ জন আহত হন।
দুর্ঘটনার বিষয়ে টস্কারাওয়াস ভ্যালি লোকাল স্কুলের সুপারিনটেনডেন্ট ডেরেক ভারানস্কি জানিয়েছেন, কলম্বাসে ওহাইও স্কুল বোর্ড অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তাদের ভাড়া করা বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা ছিলেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস