ক্রীড়া ডেস্ক : বাংলা কমিউনিটির প্রথম ক্রিকেট একাডেমি এসবিসিসি (সোনার বাংলা ক্রিকেট ক্লাব) এই ক্লাবটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবটি প্রতিষ্ঠা করে ছিলেন শাহেদ জামান, ওয়ালি হোসেন তনয় এবং স্যাভিও রোজারিও।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য : শাহেদ জামান, ওয়ালি হোসেন তনয়, ইন্নাস আল রাজী, মোহাম্মদ সালাউদ্দিন, আকাশ হোসেন, মেহেদী হাসান, তুষার হোসেন, জাকারিয়া হোসেন, ফয়সাল আরাফাত, জামি রহমান, মিরাজ আলী।
আমেরিকার মাটিতে বাঙ্গালী হিসাবে বড় পাওয়া ডেলওয়ার সিটি থেকে এই প্রথম বাঙ্গালীদের ক্রিকেট খেলার জন্য জমি নির্ধারণ করো দেওয়া হয়। যার ফলশ্রুতিতে ২০২১ সালে দলের নাম পরিবর্তন কওে নাম করণ করা হয় ডি ইউ সিসি (ডেলওয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব)।
বর্তমান রেখলোয়াড় তালিকা : শাহেদ জামান, ওয়ালি হোসেন তনয়, স্যাভিও রোজারিও, আকাশ হোসেন, জাকারিয়া হোসেন, অনিক ইসলাম, ইসমাঈল হোসেন, মেহেদি হাসান, আনোয়ার কাজী, খায়রুল আজম পিন্টু, অভিজিৎ সুকুল, মোহাম্মদ আকবর, আতিফ হায়দার, মো. উজলুল কবীর, বিশাল ঘুরুং, বিমল নেউপানে ও দীপেশ নেউপানে।
আপনার মতামত লিখুন :