মহাসমারোহে উদযাপিত হল প্রয়াস কলাম্বাসের দ্বাদশতম সার্বজনীন দুর্গোৎসব


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ /
মহাসমারোহে উদযাপিত হল প্রয়াস কলাম্বাসের দ্বাদশতম সার্বজনীন দুর্গোৎসব

অরুন্ধতী সরকার, ওহাইও সংবাদ : বাঙালির বারো মাসে তের পার্বণ আর তাদের মধ্যে অন্যতম সেরা পার্বণ দুর্গোৎসব। প্রয়াস কলাম্বাস গত ২৮ ও ২৯ শে অক্টোবর ২০২৩, নিউ আলবানি প্রাইমারী স্কুলে মহাসমারোহে তাদের দ্বাদশতম দুর্গোৎসবের আয়োজন করে। প্রতি বছরের মত এবারও সনাতন ধর্মাবলম্বী বাঙালি ও অবাঙালী মানুষেরা একত্রিত হয়ে দেবী দুর্গার আরাধনা করে এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি বাঙালি তাদের রসনা ও সংস্কৃতির অভিনব মেলবন্ধনে এক অনন্য পরিবেশ রচনা করে। এই প্রসঙ্গে এবারের প্রয়াস পুজো কমিটির চেয়ারপার্সন গোপা গাঙ্গুলি জানান, “দুর্গা পুজো বিভেদ আর মনোমালিন্য ভুলে সকলের সঙ্গে এক-সাথ হওয়ার উৎসব। এটাই আমাদের প্রয়াস ছিলো। আশাকরি সবার ভালো লেগেছে।“ দুদিনব্যাপী এই উৎসবে তাঁর সাথে ছিলেন ভাইস চেয়ারপার্সন অনিন্দিতা ঘোষ, সেক্রেটারি সুদীপ্তা কর, কোষাধ্যক্ষ অমিত রাহা, সাংস্কৃতিক সম্পাদিকা শর্মিলা মজুমদার, খাদ্য ও জনসংযোগে বেদত্রয়ী ব্যানারজী এবং পাবলিসিটি, মার্কেটিং ও তথ্য প্রজুক্তি বিভাগে তনিমা এস দাস। এছাড়াও, অডিও ভিজুয়াল, স্থিরচিত্র ও ভিডিও গ্রহণে সাহায্য করেছেন সৌম্যজিত ঘোষ, সুদীপ্ত রায় ও শমিত বোস। মণ্ডপসজ্জায় অজন্তা দাশ ভৌমিক, দীপায়ন ভৌমিক ও সৌম্যজিত ঘোষ।

২০১২ সাল থেকে শুরু করে প্রতিবছরই এই পুজো উপলক্ষে ওহাইও তথা বিভিন্ন স্টেটের মানুষ যারা বঙ্গসংস্কৃতির পৃষ্ঠপোষক, এতে অংশগ্রহণ করেছেন। এবছর প্রয়াস কলাম্বাস তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য Ohio Art Council এর তরফ থেকে বিশেষ অনুমোদন লাভ করে যা কিনা আমেরিকায় সাউথ এশিয়ান তথা বাঙালি কৃষ্টির জগতে এক উল্লেখযোগ্য ঘটনা।
প্রথমদিন চন্ডীপাঠ, পুজো, পুস্পাঞ্জলি, সন্ধিপুজো, আরতি ও প্রসাদ বিতরণ উপলক্ষে বাঙ্গালী-অবাঙালী নির্বিশেষে সকল ভাষাভাষীর ভক্তগণ মেতে ওঠেন। এরপর প্রয়াসের সদস্যগণ আয়োজন করেছিলেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বাঙলা ও ভারতীয় নানা ভাষায় গান ও নাচে চারিদিক মুখরিত হয়ে ওঠে। কলাম্বাসের বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক সংস্থা যেমন, ক্যালেইডোস্কোপ ও তারানা মিউসিক অ্যাকাডেমি তাঁদের বর্ণাঢ্য পরিবেশনায় মোহিত করেন আবালবৃদ্ধবনিতা দর্শকদের। স্থানীয় প্রতিভা প্রকাশের জন্য এই বিরাট মঞ্চে কাবেরী দত্তের পরিচালনায় উপস্থাপিত হয় নৃত্যনাট্য, “রুপে তোমায় ভোলাবো না”। অপূর্ব নৃত্যশৈলীর সাথে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা, শাপমোচন ও মায়ার খেলা অবলম্বনে তিনটি নারীর জীবনকাহিনী।

দ্বিতীয়দিন, দশমী পূজা অবসানের পর, ভাসান নৃত্য, দেবী বরণ ও সিঁদুর খেলা শেষে কৌশিক মজুমদারের পরিচালনায় প্রস্তুত করা হয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের “বেণী সংহার” কাহিনী অবলম্বনে নাটক “জোড়া খুন ও উড়ো চিঠির গপ্পো”। প্রয়াসে এই প্রথম ব্যোমকেশের মত এক কালজয়ী চরিত্রকে তুলে ধরার চেষ্টাকে সবাই তারিফ করেন। এরপর স্ন্যাক বিরতির পর ছিল এই পুজোর বিশেষ চমক কলকাতা থেকে দুই বিখ্যাত আমন্ত্রিত শিল্পী গৌরব সরকার ও সঞ্চারী সেনগুপ্ত।


গৌরব সরকার ২০১৯ Zee Bangla সারেগামাপা র মঞ্চে 1st runner up হয়েছিলেন। তবে শুধু তাই নয়, বিভিন্ন সিনেমায় তিনি playback ও করেছেন যেমন টনিক, প্রজাপতি, হ্যাকার, জীনা ইত্যাদি। এছাড়া ১০০ র বেশী original songs ও তিনি রেকর্ড করেছেন। তাঁকে একটি রিয়্যালিটি শোয় Golden chain এ সম্মানিত করেন স্বয়ং বাপি লাহিড়ী। গৌরব ২০২৩ এই তাঁর নিজস্ব গান “অভিমান” এর জন্য Mirchi Music Best Vocalist, Best Composer and Best Lyricist award পেয়েছেন। সারা বিশ্বে প্রায় ১০০০ টি কনসার্টে তিনি পারফর্ম করেছেন।


হিন্দুস্তানী সঙ্গীতে তালিমের পাশাপাশি টলিউড, বলিউড, হলিউডের বিভিন্ন ঘরানায়, এমনকি অপেরা বা রক সঙ্গীতেও সমান সচ্ছন্দ সঞ্চারী সেনগুপ্ত। Star Jalsha Super Singer 2020 champion এবং Indian idol season ১৩ খ্যাত এই শিল্পী মাত্র ৬ বছর বয়স থেকে বিভিন্ন ভারতীয় জাতীয় স্তরের প্রতিযোগিতায় গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন। সঞ্চারী বিভিন্ন বাঙলা ও হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন যেমন “বাবা, বেবি ও”, “সেই সব দিন”, “Gadar 2”, “Trial Period” ইত্যাদি।

খুব স্বাভাবিক ভাবেই এই দুজন শিল্পীর অপূর্ব উপস্থাপনা ও সঙ্গীত মূর্ছনায় উৎসবের শেষ পর্বটি ভীষণ উপভোগ্য হয়ে ওঠে এবং “আসছে বছর আবার হবে” এই আশার বানী উপস্থিত সমস্ত দর্শকের মনে বেজে ওঠে। গত বছরের প্রয়াস কলাম্বাসের চেয়ারপার্সন অনিন্দিতা দেওঘরিয়া জানান, যেভাবে প্রাক্তন ও নবীন সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশাল আয়োজন সুসম্পন্ন করেছে তাতে তিনি ও বর্তমান কমিটির সকলেই অভিভূত। কোভিডের পর গত বছর থেকেই এটাই তাঁদের স্বপ্ন ছিল যা কিনা প্রয়াসের সমস্ত স্বেচ্ছাসেবী সদস্যদের অক্লান্ত পরিশ্রমেই বাস্তবায়িত হওয়া সম্ভব হয়েছে। এই বিশেষ উপলব্ধি নিয়েই তিনি প্রয়াসের পক্ষ থেকে আগত সমস্ত জনতাকে অকুণ্ঠ ধন্যবাদ জানান এবং এভাবেই যাতে প্রয়াস কলাম্বাস ভবিষ্যতেও সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারে, এই আশা ব্যক্ত করেন।