ওহাইও সংবাদ : দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব। ২০১৮ সালে থেকে কৌশিক মজুমদার এবং সুস্মিতা মজুমদারের তত্বাবধানে কালীপূজার আয়োজন করে আসছে।
দেবীর পূজার পাশাপাশি প্রসাদ বিতরণ, আরতি ও ধর্মীয় সংগীত এর আয়োজন ছিল এই উৎসবে।
গত ৪ অক্টোবর (শনিবার) নর্থল্যান্ড হাই স্কুলে সারাদিন ব্যাপী আয়োজন ছিল কালীপূজা উৎসবের। উৎসবে অংশ নিয়ে ছিলেন প্রায় ১২৫ জনের বেশি মানুষ। উৎসব আয়োজনের অংশ হিসাবে ছিল কালীপূজা ও সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়া আয়োজনে ছিলো স্থানীয় শিল্পীদের নাচ, গান, শ্রুতিনাটক।
২০১৬ সালে কৌশিক মজুমদার এবং সুস্মিতা মজুমদারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কেএস প্রোডাকশন। কে এস প্রোডাকশন তার সূচনা লগ্ন থেকেই কলম্বাস ওহাইওতে সংস্কৃতিক অংগনকে ক্রমাগত সমৃদ্ধ করেছে। কেএস প্রোডাকশনের কর্ণধর কৌশিক মজুমদার সঙ্গে কথা হয় ওহাইও সংবাদের তিনি বলেন, আমেরিকায় বৈচিত্র্যময় এই দেশে দক্ষিণ এশিয়ান পারফর্মিং আর্টস ও সাংস্কৃতিক প্রদর্শন করা এবং সংস্কৃতিপ্রেমী মানুষদের প্রশান্তিদায়ক বিনোদন দেওয়া আমাদের মূল লক্ষ্য। কেএস প্রোডাকশন অতীতে ভারত থেকে বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পীদের নিয়ে এসেছে। সাম্প্রতিক সফল অনুষ্ঠান গুলির মধ্যে রয়েছে শ্রেয়া গুহ ঠাকুরতা (২০১৬), সাগ্নিক সেন (২০১৭), প্রিয়ংবদা ব্যানার্জী (২০১৮)। কেএস প্রোডাকশন ২০১৬ সালে একটি অত্যন্ত বিনোদন মূলক নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী ও ২০১৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত সুপরিচিত নাটক বিসর্জন প্রদর্শন করে। ২০১৮ সালে কেএস প্রোডাকশন “অরুণ বরুণ কিরণমালা” প্রযোজনা করে। এটি বাংলা রুপকথার গল্প যা স্থানীয় শিশু শিল্পি দ্বারা পরিবেশিত হয়। একই বছরে কেএস প্রোডাকশন এর আয়োজনে সৌমিত্র বসু রচিত এবং কৌশিক মজুমদার পরিচালিত “অন্য দুর্গা” প্রদর্শিত হয়। ২০১৯ সালে কেএস প্রোডাকশন “সূর্যসেনা“ প্রযোজনা করে। কোভিড পরবর্তী সময়ে কে এস প্রোডাকশন প্রযোজিত দুটি নাটক “আলোকের ঝর্ণাধারা” এবং “নকশীকাঁথা”
আপনার মতামত লিখুন :