মাসিক ওহাইও সংবাদ পত্রিকার প্রকাশনা উৎসব


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ৭:০৫ অপরাহ্ণ /
মাসিক ওহাইও সংবাদ পত্রিকার প্রকাশনা উৎসব

ওহাইও সংবাদ : ওহাইও থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা মাসিক ওহাইও সংবাদ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। কলম্বাসের একটি কনফারেন্স রুমে ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা নুরূন নাহার ডিপার্টমেন্ট অফ এসট্রনোমি ওহাইও টেস্ট বিশ্ববিদ্যালয়। তিনি তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশের দ্বিতীয় প্রজম্মের ছেলে মেয়েরা যথেষ্ট মেধাবী হওয়া সত্বেও সঠিক গাইড লাইনের অভাবে উচ্চ শিক্ষায় কাংখিত সফলতা লাভ করতে পারছেনা। তিনি আশাবাদ ব্যাক্ত করেন ওহাইও সংবাদ পত্রিকা এ বিরাট ভূমিকা পালন করবে। বাংলাদেশী কমিউনিটির ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় কাংখিত সফলতা শীর্ষক একটি সেমিনার আয়োজন করার জন্য ওহাইও সংবাদ কর্তৃপক্ষ কে অনুরোধ জানান। তিনি বাংলাদেশী কমিউনিটির ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য যে কোন ধরণের সহযোগিতার আশ্বাস প্রধান করেন। বিশেষ অতিথি কথা সাহিত্যিক রাশিদা কামাল তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন ওহাইও তে বিপুল সংখ্যক বাংলা ভাষাবাসি মানুষ দীর্ঘ দিন ধরে বসবাস করলেও এতদিন একটি বাংলা পত্রিকা প্রকাশ না হওয়ার জন্য হতাশা ব্যাক্ত করেন। তিনি আশাবাদ করেন বাংলাদেশী দ্বিতীয় প্রজম্মের সন্তানদের নিকট বাংলা ভাষা কে পরিচিত করার ক্ষেত্রে ওহাইও সংবাদ পত্রিকা বিরাট অবদান রাখবে। এছাড়া বিশেষ অতিথি কমিউনিটির প্রবীণ ব্যাক্তিত্ব ও সমাজ সেবক মোফাখারুল ইসলাম বলেন আমি ৩৫ বছর ওহাইও তে বসবাস করলেও এতদিন কেউ বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ সাহস ও প্রয়োজন অনুভব করেনি। তিনি বলেন আমেরিকার বুকে বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ করা একটি দু:সাহসীক কাজ। ওহাইও সংবাদ কর্তৃপক্ষকে ওহাইও বুকে বাংলা ভাষাকে পরিচিত করানোর জন্য বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক আভিন্দন ও ধন্যবাদ জানান। আর্তমানবতার সেবায় নিয়োজিত গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থা লালমাই কুমিল্লার প্রতিষ্ঠাতা আব্দুল খালেক বলেন ওহাইও সংবাদ পত্রিকার মাধ্যমে ওহাইও তে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পারস্পরিক সম্পর্ক তৈরী হবে এবং কমিউনিটির সকল সংবাদ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভাবে পরিবেশন করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশান ওহাইও শাখার পক্ষে সারওয়ার খান তার বক্তব্যে বলেন, ভাষার অন্যতম বাহন হচ্ছে পত্রিকা। উক্ত ভাষার সাথে পরিচিত হবে এবং অনুশীলন করার সুযোগ তৈরী হবে। তিনি ওহাইও তে সর্ব প্রথম বাংলা ভাষায় পত্রিকা করার সময় উপযোগী সাহসী সিদ্দান্ত গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং উপস্হিত সকল কে পত্রিকা প্রকাশ করার ক্ষেত্রে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানের শুরূতে স্বাগত বক্তব্যে ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীর প্রকাশনা উৎসবে উপস্হিত হওয়ার জন্য সকল কে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানান এবং পত্রিকা প্রকাশ করার ক্ষেত্রে সকল নিকট সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মার্কেটের কর্ণধার সৈয়দ মোনোয়ার ওহাইও সংবাদ পত্রিকার প্রকাশের ক্ষেত্রে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পারফেক্ট ট্যাক্স একান্টিং এর কর্ণধার রবিউল ইসলাম সিপিএ ওহাইও সংবাদ পত্রিকার সাফল্য কামনা করেন। প্রকাশনা উৎসবে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক কবি ও কলামিষ্ট হাক্কানী আফরোজা রত্ন, তোহা, ডা. হোসনে আরা শাহীনদা (মুন্নী), ফেরদৌস পারভেজ পরশ, ইমরান আহমেদ বাবু, সুলতানা খাইরুন নাহার, সুলতানা লুৎফুন্নাহার, সাইফ আলী খান, মাহবুবা ইয়াসমিন, লিয়াকত হোসেন, আফতাব উদ্দীন, জয়নাল আবেদিন, মুরসালিন, বাংলাদেশ এসোসিয়েশান অফ সেন্ট্রাল ওহাইও সভাপতি ফয়সাল আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক ও প্রকাশক ওহাইও সংবাদ তানিয়া সিদ্দীক প্রিয়া, কার্যকরী সদস্য ইয়াসিন আহমেদ, আরো উপস্হিত ছিলেন রূমেনা সুলতানা, আসিফ ইকবাল, আরাফ হক, তারেক মনোয়ার, তারেক রহমান খান, ইসফাকুল ইসলাম, মোহাম্মদ মাহমুদুজ্জামান লিমন। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন ওহাইও সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মাহবুবুর রহমান।