বাংলাদেশি পিংপং ক্লাব কলম্বাস আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্ট


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ১০:২০ অপরাহ্ণ /
বাংলাদেশি পিংপং ক্লাব কলম্বাস আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক : অ্যামেরিকার ওহাইও স্টেটের পিকারিনটন শহরে জমকালো আয়োজন এবং ডিনারের মধ্য দিয়ে শেষ হলো সাইফ লুনা দম্পতি আয়োজিত বাংলাদেশি পিংপং ক্লাব কলস্বাস  টেবিল টেনিস টুর্নামেন্ট। গত ৪ নভেম্বার (শনিবার) বাংলাদেশি পিংপং ক্লাব কলম্বাস ফেসবুক মেসেনজার গ্রুপের মাধ্যমে বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট এর আয়োজন করে।
বেলা ৩টা থেকে রাত ৮টা প্রর্যন্ত এই টুর্নামেন্টে কলম্বাস, ডাবলিন, পাওয়েল, হিলিয়াড, নিউ আলবেনি, লুইস সেন্টার, পিকারিনটন এবং ডেলোয়ার সিটি থেকে দলগতভাবে অংশ নেন খেলোয়াড়রা। টেবিল টেনিস টুর্নামেন্টে ৪ গ্রুপে ২৯ জন প্রবাসী বাংলাদেশি পুরুষ ও মহিলা অংশগ্রহন করে।


বিদেশের মাটিতে প্রবাসীদের খেলাধুলার এমন আয়োজন সম্পর্কে আয়োজক সাইফ ও লুনা দম্পতি ওহাইও সংবাদকে বলেন, বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে টেবিল-টেনিস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমরা যেন প্রত্যেকে এক সঙ্গে মিলিত হয়ে খেলতে পারি, আনন্দ করতে পারি। সেই জন্যই টেবিল টেনিস টুনামেন্টের এই উদ্যোগটা নেওয়া হয়েছে।

টুর্নামেন্টের আকবর চূড়ান্ত ম্যাচে রাজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মহিলা চ্যাম্পিয়ন হয়েছেন জেরাল্ডিন, রানারআপ সাদিয়া। বি দলে চ্যাম্পিয়ন হয়েছেন জাহান, রানারআপ সুনিতা। পুরুষ তৃতীয় হয়েছেন নাসি, মহিলা তৃতীয় হয়েছেন মাহবুবা, বি দলে তৃতীয় হয়েছেন তানভীর। খেলা শেষে রাতে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাইফ লুনা দম্পতি।