ওহাইও সংবাদ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন (COBCA) গত ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৩ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে নর্থল্যান্ড হাই স্কুল প্রঙ্গনে।
সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন (COBCA) এর আয়োজনে এ বছর ৩৫তম শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত হয়। ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে নর্থল্যান্ড হাই স্কুল প্রঙ্গন।
এবার পূজায় ছিল সুন্দর আবহাওয়া। সাধারণত এ সময়ে শীত পড়তে শুরু করে কিন্তু এবার ছিল নাতিশীতোষ্ণ আবহাওয়া। পূজা উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে-এর মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা, আরতি, যজ্ঞ, প্রসাদ বিতরণ, সিঁদুর খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হরেক রকম খাবারের ব্যবস্তা।
দেশের মাটিতে পা রাখতে না পারলেও ওহাইওর সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙ্গালিরা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। নব প্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করছেন প্রার্থনা। ঢাকের শব্দ আর গানের সুরে মেতে ওঠে ওহাইও থাকা হিন্দু ধর্মাবলম্বীরা।
পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় করতে কোলকাতার জনপ্রিয় ব্যান্ড ভূমি ও এনে ছিলেন। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন।
শারদীয় দুর্গোৎসব উৎসবের মুল আকর্ষন ছিল কোলকাতার জনপ্রিয় ব্যান্ড ভূমি। একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন ব্যান্ড ভূমি ।
শারদীয় দুর্গোৎসবের সার্বিক আয়োজনে ছিলেন সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন (COBCA) এর সভাপতি পথিকৃত মুখার্জি, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারন সম্পাদক সৌরভ রায় চৌধুরী, কোষাধ্যক্ষ প্রবীর সরকার, সাংস্কৃতিক সম্পাদক অরুপ আতর্থি, সদস্য চুমকী মুখার্জি, অমর সরকার, সিবাজী ঘোস ও মৌলিশুভ্র দত্ত।
আপনার মতামত লিখুন :