১৪ হাজার ফুট ওপরে বিমান, হঠাৎ ক্রু দেখলেন জানালায় কাচ নেই


ওহাইও সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ /
১৪ হাজার ফুট ওপরে বিমান, হঠাৎ ক্রু দেখলেন জানালায় কাচ নেই

ওহাইও সংবাদ : একটি যাত্রীবাহী বিমান উড়ছিল ১৪ হাজার ৫০০ ফুট ওপর দিয়ে। হঠাৎ এক ক্রুর চোখে ধরা পড়ে– বিমানের দুটি জানালার কাচ নেই। আরও দুটি জানালা ভালোভাবে লাগানো হয়নি। দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত পাইলটসহ অন্যদের জানান তিনি। পরে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিমানটি।

এমনই রোমহর্ষক ঘটনা ঘটে ৪ অক্টোবর। বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের স্টান্সটেড বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করেছিল। ওই দিন বিমানটিতে ১১ জন কেবিন ক্রু ও ৯ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। খবর- ইন্ডিপেনডেন্ট।

তদন্তে দেখা গেছে, বিমানের জানালায় যে কাচ থাকে সেগুলো দুটি জানালায় ছিল না। আর দুটি জানালার কাচ ঝুলে ছিল। অবশ্য জানালায় কাচ না থাকলেও বিমানের কেবিনে চাপ ঠিক ছিল।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ ঘটনার আগের দিন বিমানটি রানওয়েতে দাঁড়ানো অবস্থায় শুটিং করা হয়। সূর্যের আলোর মতো দৃশ্য তৈরির জন্য সেখানে উচ্চ তাপের লাইট ব্যবহার করা হয়। ফলে জানালার কাচ খসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।