ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ /
ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার আপারডাবীতে দুর্বৃত্তের গুলিতে মো. মাহাবুবুর রহমান নামের এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) এসময় দুর্বৃত্তরা তাঁর গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এশার নামাজ পড়ার জন্য আপারডাবীর মদীনা মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে চারটি গুলি করেন। এসময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত মাহাবুব জেলের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি নড়াইল জেলায়। তিনি মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার প্রাক্তন ইষ্ট জোনের সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী মসজিদের মুসল্লী মিজানুর রহমান জানান, মসজিদে এশার নামাজের আকামা শুরু হচ্ছে, আমি মসজিদের নীচে ছিলাম। তাড়াতাড়ি মসজিদে যাচ্ছিলাম, এমন সময় ৪টি গুলির আওয়াজ শুনতে পাই। আমি মনে করছিলাম দূরে কোথাও ফটকাবাজি হচ্ছে। নামাজ শেষে দেখা যায়, পুলিশ সমগ্র জায়গাটা ঘিরে রেখেছে।

পুলিশ জানায়, একজন কৃষ্ণাঙ্গ মানুষ কার জ্যাকিংয়ের চেষ্টায় তাকে চাবি দিতে বলেন। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানানোর কারণে সাথে সাথে ৪টি গুলি করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে চোর গাড়ি নিয়ে পালিয়ে যায়।