প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাকোর জমজমাট পিকনিক


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১১:৫৩ অপরাহ্ণ /
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাকোর জমজমাট পিকনিক

মনিরুল ইসলাম মনি, বিশেষ প্রতিনিধি, ওহাইও সংবাদ : ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বাংলাদেশ এ্যাসেসিয়েশন অফ সেন্টাল ওহাইও (বাকো) গত ২০ শে আগষ্ট শনিবার লিবার্টি পার্ক এ অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বাকো পিকনিক ২০২২।

সকালে পিকনিক এর উদ্বোধন ঘোষণা করেন বাকোর সভাপতি আরাফাত ফয়সাল। সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি ও সাংস্কৃতিক সম্পাদক তানিয়া সিদ্দীকা প্রিয়ার পরিচালনা অনুষ্ঠিত হয় বাকো পিকনিক।
এবার পিকনিকের মুল আকর্ষণ ছিল পান্তা ইলিশ ও র‌্যাফেল ড্র যার পুরস্কার ছিলো ৫০ টি।

দিনভর হৈ-হুল্লর, খেলা-ধুলা আড্ডা ও বিনোদনের মধ্যদিয়ে কেটেছে দিনটি। পিকনিক কার্যত পরিণত হয় ওহাইওর বাংলাদেশী কমিউনিটির পরিবার পরিজন ও শুভানূধ্যায়ীদের মিলনমেলায়।

বড়দের সঙ্গে প্রবাসে জন্ম নেয়া শিশু-কিশোরেরাও পিকনিকে আসে আনন্দ পেতে। পার্কের ছায়াঘেরা নির্মল পরিবেশে পিকনিকের আনন্দ সবচেয়ে বেশি অনুভব করেছে শিশুরা, তবে বিকালে বৃষ্টির জন্য কিছুটা বিরূপ প্রভাব পড়ে পিকনিকে।
পিকনিকে সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক, সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল দিনটি।
পিকনিকে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোফাখারুল ইসলাম, রেজা হাসান, রুস্তম আলী, ড. রফিকুল ইসলাম, গোলাম রহমান সুমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, সামসুল আরেফিন, ফারুক খান, রবিউল ইসলাম, মেহবুবুর রহমান, শাহরিয়ার আহমেদ, প্রকৌশলী রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, লিটন কবীর, সারওয়ার খান, হোসেন আখতার, শাহেদ জামান, বসির উদ্দিন, শিবলী, মোহাম্মদ তোহা, ফোরদৌস পারভেজ পরশ, ইমরান আহমেদ বাবু, মিজানুর রহমান, সাইফ খান, তারেক রহমান খান, আরাফ হক সহ আরো অনেকে।

কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, বালক বালিকাদের বয়স ভিত্তিক দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, বিনটস, কাপল গেম, বিস্কুট গেম, কেরাম বোর্ড সহ বিভিন্ন খেলার আয়োজন ছিল এদিন।

আনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র যার পুরস্কার ছিলো ৫০ টি। এছাড়া শিশুদের র‌্যাফেল ড্র যার পুরস্কার ছিলো ৬টি। র‌্যাফেল ড্র পরিচালনা ও পুরস্কার বিতরন করেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন, রেজা হাসান, রুস্তম আলী, আরাফাত ফয়সাল, মনিরুল ইসলাম মনি, জয় আনান, তানিয়া সিদ্দীকা প্রিয়া, আহমেদ ইয়াসিন ও তারেক রহমান খান।
সেই সাথে ছিলো সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ আর রাতের খাবারে ব্যবস্তা ও চা-চক্র। তবে খাবারের মুল আকর্ষণ ছিল পান্তা ইলিশ।

দিনব্যাপি আনন্দ-উল্লাস শেষ করে শুরু হয় বাড়ী ফেরার পালা। সভাপতি ও সাধারন সম্পাদক আগত সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে আবার একত্রিত হবার ইচ্ছা প্রকাশ করে দিনব্যাপী পিকনিকের সমাপ্তি ঘোষণা করেন।