কোয়ান্টাম রিসার্চ সাইন্টিষ্ট ডক্টর শামসুল আরেফিন


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ১:১২ পূর্বাহ্ণ /
কোয়ান্টাম রিসার্চ সাইন্টিষ্ট ডক্টর শামসুল আরেফিন

গ্রন্হনা ও উপস্থাপনা : সারওয়ার খান

ডক্টর শামসুল আরেফিন, ওহাইও ষ্টেট ইউনিভার্সিটি (OSU) এর Electrical and Computer Engineering বিভাগের সহকারী অধ্যাপক।

ছোটবেলা থেকেই গবেষনা ভিত্তিক কাজে আগ্রহ ছিল বেশি। ডক্টর আরেফিন তার PhD করেছেন Microelectronics এর Optoelectronics শাখায় Semiconductor LASER এর উপর ।

Optoelectronics হলো ইলেকট্রনিকস ডিভাইসগুলোর অধ্যায়ন এবং প্রয়োগ, যা আলোর উৎস সনাক্তকরন এবং নিয়ন্ত্রন করে। Photonics হলো পদার্থ বিদ্যা ও প্রকৌশল বিদ্যার একটি বিশেষ ক্ষেত্র যা আলোর আচরন ও বৈশিষ্ট এবং দৃশ্যমান ইনফ্রারেড ও অতিবেগুনী রশ্মির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিশ্লেষন, জেনারেটিং, ট্রান্সমিটিং ও ম্যানিপুলেটিং করার প্রযুক্তি অধ্যায়নের সাথে জড়িত।

ডক্টর শামসুল আরেফিন ওহাইও ষ্টেট ইউনিভার্সিটি (OSU) তে যোগদানের আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান্তা বারবারা (UCSB) তে Electrical and Computer Engineering বিভাগে প্রকল্প বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন।

ডক্টর আরেফিন ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET) ঢাকা থেকে B.Sc. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ছয়েক মোবাইল অপারেটর BanglaLink এ কাজ করেছেন। পরবর্তীতে জার্মানী র University of Ulm থেকে ২০০৮ সালে M.Sc. ডিগ্রি লাভ করেন। জার্মানীর Ulm শহর বিখ্যাত বিজ্ঞানী Albert Einstein এর জন্মস্থান হিসাবে বিখ্যাত। ২০০৬ মার্চ থেকে ২০০৮ মার্চ M.Sc. অধ্যায়নকালীন সময়ে অধ্যাপক Rainer Michalzik এর উল্লেখযোগ্য দিক নির্দেশনা পেয়ে তিনি উচ্চ শিক্ষার লক্ষ স্থির করতে পেরেছিলেন।

Due to his excellent academic and research performance in his MSc program, জার্মানীর বিখ্যাত Technical University of Munich এর অফার পেয়ে সেখানেই PhD অধ্যায়ন করবার সিদ্ধান্ত নিলেন। Technical University of Munich থেকে Semiconductor Diode Laser নিয়ে ২০১২ ফেব্রুয়ারীতে গবেষনা কাজ শেষ করে PhD ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে কানাডার মন্ট্রিলের McGill University এ Visible LED বিষয়ে পোষ্ট ডক্টরাল এর কাজ শুরূ করেন। কিন্তু পরিবেশ পরিস্থিতি সহনীয় না হওয়ায় ১১ মাসের মাথায় আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। ২০১৩ এর ফেব্রুয়ারীতে University of California Los Angeles (UCLA) এ Optoelectronics বিষয়ে ২য় পোষ্ট ডক্টরাল কাজ শুরূ করেন। পরবর্তীতে ২০১৮ এর জুন পর্যন্ত প্রায় সাড়ে তিন বছর University of California Santa Barbara ক্যাম্পাসে সিনিয়র পোষ্ট ডক্টরাল কাজে নিয়োজিত থাকেন। এ সময় তার গবেষনার বিষয় ছিল Photonic Integrated Circuits.

২০১৮ এর জুলাই মাসে ওহাইও ষ্টেট ইউনিভার্সিটি (OSU) থেকে Assistant Professor এর অফার পেয়ে Faculty Member হিসাবে যোগদান করেন ডক্টর আরেফিন। OSU এ ক্লাসিক্যাল রিসার্চ এর সাথে Quantum Research এ ও কাজ করছেন তিনি। Quantum Research হলো ক্ষুদ্রতম বস্তুর গবেষনার বিজ্ঞান। এ গবেষনায় Next Generation Computer আরো Cost Effective করে কিভাবে উপস্হাপন করা যায় তার চেষ্টা হচ্ছে। যে কোন গবেষনাতেই অর্থায়ন একটি গুরুত্বপুর্ন ভূমিকা রাখে। এ ক্ষেত্রে Department of Defence এবং NSF অর্থ সহায়তায় এগিয়ে এসেছে।

তিন ভাই বোনের ভিতর শামসুল আরেফিন সবার ছোট। বাবা আব্দুল আলী বেসরকারী চাকুরে ছিলেন। মা আজমিলা আলী গৃহিনী। ১৯৮১ তে নারায়নগঞ্জে জন্ম হলেও বড় হয়েছেন ঢাকায়। মতিঝিল মডেল স্কুল থেকে ১৯৯৭ সালে SSC এবং নটরডেম কলেজ থেকে ১৯৯৯ সালে HSC পাশ করে ২০০০ সালে BUET এ ভর্তি হোন।

PhD অধ্যায়ন কালীন সময়ে ২০১০ সালে টাঙ্গাইল এর মেয়ে নাদিরা লতিফ এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। মিসেস নাদিরা লতিফ Rajshahi University of Engineering and Technology (RUET) থেকে B.Sc. করেছেন। পরবর্তীতে University of California Santa Barbara থেকে M.Sc. সম্পন্ন করেন। বর্তমানে মিসেস নাদিরা লতিফ স্কুল লাইব্রেরিয়ান হিসাবে কর্মরত আছেন।

ডক্টর শামসুল আরেফিন ও মিসেস নাদিরা লতিফ দম্পতির একমাত্র সন্তান আয়য়ান আরেফিন 7th Grade এর ছাত্র।

ডক্টর আরেফিন এর সাথে আলাপ চারিতায় বাংলাদেশ থেকে পড়তে আসা PhD Student সম্পর্কে ধারনা পাওয়া গেল। সফলভাবে PhD শেষে একজন National Lab in Boulder, Colorado এবং আরেকজন Intel Oregon এ কর্মরত আছেন। বাংলাদেশ থেকে যারা আমেরিকায় PhD পড়তে আসতে চান, তাদের জন্য ডক্টর আরেফিন এর পরামর্শ, তারা যেন M.Sc. শেষ করে যথেষ্ট প্রস্তুতি নিয়েই PhD করতে আসেন।