বিনোদন ডেস্ক : ‘কালারস অব ফ্রিডম’ বা ‘স্বাধীনতার রং’ শিরোনামে বাংলাদেশ এবং নিউইয়র্কের মোট ৫৮ জন শিল্পীর শিল্পকর্মের যৌথ প্রদর্শনী চলছে ম্যানহাটানের লোয়ার ইস্ট সাইডের আর্টিফ্যাক্ট গ্যালারিতে। এই যৌথ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ৩১ জন শিল্পীর প্রত্যেকের ১টি করে ৩১টি এবং নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় বাংলাদেশের চিত্রশিল্পীদের সবচেয়ে বড় সংগঠন, বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের (বিএএএফ) ২৭ জন শিল্পীর প্রত্যেকের ১টি করে মোট ২৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ম্যানহাটানের ডাউনটাউনের ১৫৫ সাফোক স্ট্রিটে অবস্থিত সুসজ্জিত আন্তর্জাতিক মানের আর্টিফ্যাক্ট গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয় গত ২৭ সেপ্টেম্বও থেকে ১ অক্টোবর পর্যন্ত। আইবিটিভি ইউএসএ এবং বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরাম যৌথভাবে এই চমৎকার শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে।
গ্যালারি ভবনের একতলায় মোট তিনটি প্রদর্শনী কক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মূল ফটক দিয়ে প্রবেশ করলেই প্রদর্শনীর প্রথম কক্ষ। এই কক্ষের ৩টি দেয়াল জুড়ে এবং দ্বিতীয় কক্ষের দুটি দেয়াল জুড়ে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ৩১ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। দ্বিতীয় কক্ষের বাকি দেয়াল এবং পুরো তৃতীয় কক্ষ জুড়ে নিউইয়র্কের বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের ২৭ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রদর্শনী উদ্বোধনের আগেই পুরো গ্যালারি প্রদর্শনী দেখতে আসা শিল্পরসিক দর্শকের আগমনে পরিপূর্ণ হয়ে যায়।
আর্টিফ্যাক্ট গ্যালারি ২০ বছরেরও বেশি সময় ধরে পেইন্টিং, ভাস্কর্য, ফটোগ্রাফ এবং অন্যান্য নতুন মিডিয়ার শিল্পকর্ম সহ নতুন এবং প্রতিষ্ঠিত শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন এবং প্রচার করে আসছে। প্রতিষ্ঠিত এই গ্যালারিতে বিখ্যাত অনেক শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানের এই গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনী শিল্পীদের জন্য এক বিরল সম্মান বলেও বিবেচিত হয়।
সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শক বোঝাই তৃতীয় কক্ষে বাংলাদেশ থেকে আগত বিখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। বর্তমান বিশ্বে শিল্পকর্ম সৃষ্টির চ্যালেঞ্জ সম্পর্কে কিছুটা আলোকপাত করে তিনি এরকম একটি আন্তর্জাতিক মানের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনের আগে আয়োজক সংস্থা আইবিটিভির পক্ষে জাকারিয়া মাসুদ জিকো এবং বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট আর্থার আজাদ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে স্পন্সরদের এবং আগত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য আইবিটিভি ইউএসএ ছাড়াও সিটি ব্যাংক (বাংলাদেশ), জড়োয়া হাউস, বার্গার এবং চাষী প্রদর্শনীটি স্পন্সর করে। প্রদর্শনীটির প্রধান সহায়তাকারী হিসেবে রয়েছে বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরাম (বিএএএফ)।
‘কালারস অব ফ্রিডম’ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত যে সব স্বনামধন্য শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে, সেই ৩১ জন শিল্পী হলেন, মুস্তাফা মনোয়ার, রফিজুন্নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর শাহ, হামিদুজ্জামান খান, আবদুল বারাক আলভি, শাহাবুদ্দিন আহমেদ, বীরেন সোম, আবদুল মান্নান, ফরিদা জামান, আফজাল হোসেন, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুস, মোস্তাফিজুল হক, রোকেয়া সুলতানা, রেজাউন্নবী, আহমেদ শামসুদ্দোহা, নিসার হোসেন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য্য, মো: মুনীরুজ্জামান, কনকচাঁপা চাকমা, লায়লা শারমীন, মোহাম্মদ ইকবাল, বিনীতা করিম, মো: টোকন, মো: জহির উদ্দীন, নার্গিস পলি, মিলা হোসেন, মো: মোয়াজ্জেম হোসেন এবং সুবর্ণা মোর্শেদা।
‘কালারস অব ফ্রিডম’ প্রদর্শনীতে বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরাম (বিএএএফ), চিত্রকলার প্রথাগত শিক্ষা-প্রতিষ্ঠানের সুশিক্ষিত এবং স্ব-শিক্ষিত শিল্পীদের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের যে ২৭ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে তারা হলেন,
দিনা জামান, আলমা লিয়া, আর্থার আজাদ, বিশ্বজিৎ চৌধুরী, ফারহানা ইয়াসমিন, কে সি মং, কায়সার কামাল, কানিজ হুসনা আকবরী, কাউসার ফেরদৌসি, কাজি রকিব, খুরশীদ সেলিম, মাসুদ উল আলম, মতলুব আলী, মোহাম্মদ হাসান (রোকন), নুরুল হক মিনু, রুদ্র মো: আয়ূধ জাহাঙ্গীর, সালমা সিনহা কানিজ, সাজেদা সুলতানা, শামীম আরা, শামীম সুব্রানা, শামীম বেগম, সুনীল হাওলাদার, সাইদ আজিজুর রহমান, তাজুল ইমাম, তারিক জুলফিকার, তাসনুভা রহমান এবং জেবুন কামাল।
প্রদর্শনী উপলক্ষে ‘কালারস অব ফ্রিডম’ শিরোনামে কিউরেটর জিয়াউল করিমের সম্পাদনায় একটি চমৎকার স্যুভেনির প্রকাশিত হয়েছে।
আপনার মতামত লিখুন :