ফিলিস্তিনে নারকীয় হত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ /
ফিলিস্তিনে নারকীয় হত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

ওহাইও সংবাদ: নিরীহ ফিলিস্তিনবাসীর ওপর দখলদার ইসরায়েলের নারকীয় হামলার প্রতিবাদে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার সারাদেশে এই শোক পালিত হবে। এ ছাড়াও আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়া করা হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের হাসপাতালে হামলা করে ইসরাইল সবচেয়ে বড় অপরাধ করেছে। নিপীড়িত এ জনগোষ্ঠী তাদের নিজ দেশেই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সবারই এর প্রতিবাদ করা উচিত।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের এ দুঃসময়ে সকলের এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আমরা এভাবে বসে থাকতে পারি না।