কবিতা : নেমে যাবো দুই জনে – রিপা নূর


ওহাইও সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ /
কবিতা : নেমে যাবো দুই জনে – রিপা নূর

সিঁড়ি বেয়ে নেমে যাবো
তুমি আমি ট্রেন হয়ে,

দুই জনেই লাইন হবো
সমান সমান দুই পাশ

হুইসেল দিলে পরে
সাফ হবে পথ ঘাট,

ট্রেন ছুটে গেলে তবু
থেমে রবো দুই পথে

দিনের আলো নিভে গেলে
বুঝে নিবো দুই জনে ,

বুঝে নিয়ে দৌড় দিয়ে
উঠে যাবো সেই ট্রেনে ।।

নেমে যাবো দুই জনে
চেনা পথ চেনা হয়ে ।।