মনিরুল ইসলাম মনি, ওহাইও সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ভাষণ দেওয়ার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ওহাইও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গসংগঠন জাতিসংঘ সদর দপ্তরের সামনে শেখ হাসিনা ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সফরসঙ্গী কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এ সময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভেতর অবস্থান করছিলেন।
সরকার পতনের আন্দোলনে এই সমাবেশে ওহাইও বিএনপির নেতা কর্মীরা অংশগ্রহণ করে। ওহাইও বিএনপির আহবায়ক হাসিবুল হাসান হাবিব ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির নেতৃত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন যুগ্ম আহবায়ক মো: সাহাবুদ্দিন, মো: আবুল হাসেম, সদস্য তুহিন হোসেন সহ অনেকে।
ওহাইও বিএনপির আহবায়ক হাবিবুল হাসান হাবিব তার বক্ত্যবে বলেন যে কোন মূল্যে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন চাই, পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ওহাইও বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনি তার বক্ত্যবে বলেন, এখন আমাদের সকলের এক দাবী এই ফ্য্যসিষ্ট, ভোট চোর সরকারের পদত্যাগ। আর পদত্যাগের আন্দোলন চলছে চলবে সমানতালে দেশে এবং বিদেশে তারই বহি:প্রকাশ আজকের এই সমাবেশ। আমরা দেশের আন্দোলনকারী সহযোদ্ধাদের সাথে যুগপতৎ এই আন্দোলনের অংশীদার হয়ে থাকতে চাই। দাবী না আদায় হওয়া পর্যন্ত আমরা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো, বিজয় আমাদের আসবেই শুধু সময়ের অপেক্ষা।
আপনার মতামত লিখুন :