ওহাইও সংবাদ : সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে আগত এসাইলাম আবেদনকারীদের মধ্যে যারা তাদের উপযুক্ততা প্রমাণ করতে পারবে, তাদেরকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আহবান জানিয়েছে বাইডেন প্রশাসন। ওয়ার্ক পারমিট পেলে তারা বৈধভাবে কাজ করে নিজেদের ব্যয় সংকুলান করতে সক্ষম হবে। নিউইয়র্ক এবং আরো কয়েকটি সিটিতে ইমিগ্রান্টদের ক্রমবর্ধমান সংখ্যায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক প্রতিনিধিদের পক্ষ থেকে সৃষ্ট চাপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করতে চেয়েছেন যে, তাদের দ্রুত আগমণে তারা যে রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে তা সহজ করতে তাদের কিছু সংখ্যক ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্য বিবেচিত হতে পারে।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে, ইমিগ্রেশন নিয়ে উদ্ভুত সমস্যা স্বল্প মেয়াদি সমাধান খুঁজে পেতে প্রশাসন দুই বছরের বেশি সময় যাবত চেষ্টা করে যাচ্ছে, যা খুব সহজে সমাধান করা মতো নয়। কারণ ইমিগ্রেশন ব্যবস্থা কয়েক দশক যাবত ভঙ্গুর অবস্থায় রয়েছে।
কিন্তু এখন ডেমোক্রেট সিটি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে বেশ কিছু বড় সিটিতে ইমিগ্রান্টদের ক্রমবর্ধমান উপস্থিতিতে সিটিগুলোর আর্থিক শৃংখলা ভেঙে পড়ায় প্রেসিডেন্ট বাইডেনের নিজ দলের পক্ষ থেকেই দাবি উঠেছে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় ফেডারেল সরকারের হস্তক্ষেপের। এর মধ্যে রয়েছে নবাগত ইমিগ্রান্টদের যারা এসাইলামের জন্য আবেদন করেছে, তাদের দ্রুত ওয়ার্ক পারমিট প্রদান করা, যাতে তারা বৈধভাবে কাজ করে নিজেরাই আয় করতে পারে এবং সিটিগুলোর ওপর বোঝা হয়ে না থাকে।
ফেডারেল আইনের আওতায় কোনো বিদেশি বৈধ বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর এসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলে, আবেদন করার সময় থেকে ছয় মাস পর ওয়ার্ক অথরাইরেজশন ডকুমেন্ট বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। এর অনুমোদ আসতে আরো কয়েক মাস সময় লাগতে পারে। কিন্তু বর্তমান সময়ে এত বেশি এসাইলাম আবেদন জমা পড়েছে যে এগুলো বাছাই করে বায়োমেট্রিকসের পর ওয়ার্ক পারমিট ইস্যু করতে আরো বেশি সময় লেগে যাচ্ছে।
এসব আমলাতান্ত্রিক ব্যবস্থা নিউইয়র্ক সিটিসহ যেসব সিটি ইতোমধ্যে বাজেট ঘাটতির মধ্যে রয়েছে, তাদের জন্য ইমিগ্রান্টদের আবাসন, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করতে হু হু করে অর্থ ব্যয় হচ্ছে এবং তাদের আহবান সত্বেও ফেডারেল সরকার তাদের সাহায্যার্থে এগিয়ে না আসায় তারা নিরুপায় হয়ে ফেডারেল সরকারের প্রতি আহবান জানিয়েছে এসাইলাম আবেদনকারীদের দ্রুত ওয়ার্ক পারমিট প্রদানের।
কিছু বিদেশি, যা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিশেষ কর্মসূচিতে আবেদন করে দ্রুত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন, কিন্তু সবসময় সব ক্ষেত্রে তা সম্ভব হয় না। বাইডেন প্রশাসন ওইসব লোককে ওয়ার্ক পারমিট প্রদানের আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন।
গত সপ্তাহে ফেডারেল কর্মকর্তারা সারা দেশে ওয়ার্ক পারমিটের আবেদন করার যোগ্য, কিন্তু এখনো আবেদন করেননি এমন ইমিগ্রান্টদের কাছে দশ লাখের বেশি টেক্সট মেসেজ পাঠিয়েছেন। ইংরেজি, স্প্যানিশ, ক্রেওল, রাশিয়ান, হেইশিয়ান এবং অন্যান্য আরো কয়েকটি ভাষায় প্রেরিত এসব টেক্সট মেসেজে বলা হয়েছে যে, যারা ওয়ার্ক পারমিটের আবেদন করার যোগ্য তারা যাতে অবিলম্বে আবেদন করেন। কর্মকর্তারা বলেছেন যে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান এই প্রথম।
প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যে, ওয়ার্ক পারমিটের আবেদন করার যোগ্য, অথচ এখনো আবেদন করেননি, সেই সংখ্যা তাদের জানা নেই। তবে সরকার নবাগত ইমিগ্রান্টদের ইমিগ্রেশন বিষয়ক সহায়তা দানের জন্য নিউইয়র্ক সিটিকে ১৪০ মিলিয়ন ডলারসহ বিভিন্ন সিটিকে ৭৭০ মিলিয়ন ডলার প্রদান করেছে। প্রশাসন এ বছরের জন্য আরো ৬০০ মিলিয়ন ডলার সম্পুরক তহবিল এবং আগামী বছরের জন্য ৮০০ মিলিয়ন ডলার প্রদানের জন্য কংগ্রেসের অনুমোদন চেয়েছে।
আপনার মতামত লিখুন :