ওহাইও সংবাদ : গত ৫ অক্টোবর(বৃহস্পতি বার) Evening of promise 2023 স্লোগানে ওহাইও ষ্টেট হাউজে ইটিএসএস(ETSS) আয়োজিত বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন সাহেদ জামান এক্সিকিউটিভ বোর্ড সদস্য(ETSS), বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান ভলেনটিয়ার মটিভেশনাল ইস্পিকার(ETSS), এছাড়া উপস্থিত ছিলেন ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া ও সম্পাদক লিটন কবীর।
ইটিএসএস(ETSS) আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা, এওয়ার্ড প্রদান, গান, নৃত্য, ডিনার এবং তহবিল সংগ্রহ।
(ETSS) হলো একটি সম্প্রদায় ভিত্তিক 501c3 সংস্থা, যা বিভিন্ন দেশ থেকে আগতদের শিকড় স্থাপন এবং সেন্ট্রাল ওহাইওতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করে।
ETSS কর্মসূচীর মধ্যে রয়েছে চাকরির প্রশিক্ষণ, ESL ক্লাস, শিশুদের জন্য স্কুল টিউটরিং, পারিবারিক সহিংসতার শিকারদের সহায়তা করা। এছাড়া ২০২২ আফগানিস্তান, নেপাল, মিয়ানমার, আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে উদ্বাস্তু এনে তাদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্তা করে ETSS ।
২০০০ সালে একটি প্রচার সংস্থা হিসাবে শুরু হয়েছিল যা সেন্ট্রাল ওহাইওতে ইথিওপিয়ান উদ্বাস্তু এবং অভিবাসী সম্প্রদায়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে ইটিএসএসETSS ।
আপনার মতামত লিখুন :