ওহাইও সংবাদ : প্যাটারসন-মসজিদ আদমের MUNA সেন্টার দ্বারা আয়োজিত মাসিক ফুড গিভওয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সম্প্রতি। উদ্বোধনী দিনে বিভিন্ন কমিউনিটির শতাধিক সদস্যদের মধ্যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি ও খাবারে বিতরণ করা হয়। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহ, প্রসপেক্ট পার্ক সিটি মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ, কাউন্সিলম্যান এ্যাট লার্জ ফরিদ উদ্দীন, কাউন্সিলমযান শাহীন খালিক, কাউন্সিলম্যান আনন্দ শাহ্, কাউন্সিলম্যান পদপ্রার্থী আহায়া খান, মুনা সোশ্যাল সার্ভিসের পরিচালক আব্দুল্লাহ আরিফ। প্যাটারসন আদম মসজিদে প্রথমবারের মত অনুষ্ঠিত এ খাদ্য বিতরণ কর্মসূচী ছিলো মুনার ১৭ তম আয়োজন। এর আগে মুনা ১৬ বার নিউইয়র্কে তাদের এ কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে। ভবিষ্যতেও মুনা সম্পূর্ণ আমেরিকাতে তাদের এ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :