নিউইয়র্কে শিল্পাঙ্গন কবিতা উৎসব অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ /
নিউইয়র্কে শিল্পাঙ্গন কবিতা উৎসব অনুষ্ঠিত

ওহাইও সংবাদ : নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শিল্পাঙ্গন আয়োজিত শিল্পাঙ্গন কবিতা উৎসব হলো শনিবার (১৬ সেপ্টেম্বর)। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত জার্মান প্রবাসী সাংবাদিক ও লেখক নাজমুন নেসা পিয়ারী। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় মরহুম কবি শামসুর রাহমানকে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ। অনুষ্ঠানে আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, গান সবকিছুই ছিল জৌলুসপূর্ণ।
বাংলাদেশ থেকে আগত কবি ও সাংবাদিক ফেরদৌস সালাম ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত কবি হিসেবে অংশ নেন তমিজ উদ্দীন লোদী, শামস আল মমিন, ফকির ইলিয়াস, লুতফুন নাহার লতা, ফেরদৌস সালাম, কাজী আতীক, মিশুক সেলিম, এবিএম সালেউদ্দিন, ফারহানা ইলিয়াস তুলি, দেওয়ান নাসের রাজা, রাফিযা খান নিশি, সুমন শামসুদ্দিন ও মনজুর কাদের, রওশন হাসান, ফারুক ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে শিল্পাঙ্গন পরিচালনা পর্ষদের সদস্যদ্যের পরিচয় করিয়ে দেয়া হয়। এরা হলেন আমর আশরাফ, ফালাহ আহমেদ, আকতার কামাল ও মো নজরুল ইসলাম। উৎসব উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনায় ছিলেন শিরীন বকুল, জি এইচ আরজু, মনজুর কাদের ও মোহাম্মদ নজরুল ইসলাম। নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ ইনক এর সাবেক সিইও কাজী আসাদ, সোনালী এক্সচেঞ্জের সাবেক ম্যানেজার মুজিবুল হক সেলিম সহ কবি প্রেমীরা অনুষ্ঠানে যোগ দেন।