মুনা কনভেনশনে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল


ওহাইও সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১:১৮ পূর্বাহ্ণ /
মুনা কনভেনশনে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল

ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী দিনব্যাপী মুনা (মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা) সম্মেলন। এতে প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

গত ১৮ আগস্ট(শুক্রবার) পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে অংশ নেওয়া মুসল্লীদের ৮০ শতাংশই বাংলাদেশি। সম্মেলনে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) ওহাইও কলম্বাস চ্যাপটার থেকে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সামসুল আলম, উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল খালেক, কার্যকরী সদস্য মোহাম্মাদ আশরাফুল ইসলাম, মোহাম্মাদ আব্দুল মালেক, মোহাম্মাদ ইউসুফ, মোহাম্মাদ ফখরুল মিয়া, সামসুর নাহার ও শেফালী বেগম।

এদিকে মুনা সম্মেলনকে কেন্দ্র ফিলাডেলফিয়া উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শহরের প্রতিটি রাস্তা আর অলিতে গলিতে সর্বত্রই মুসলমান নারী পুরুষদের চলাফেরা। গত ১৮ আগষ্ট শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিলাডেলফিয়া শহরের ৯৫টি হোটেলে কোথাও কোন রুম খালি ছিল না। এছাড়াও ফিলাডেলফিয়ার আশে পাশে প্রায় ১০ নিকটবর্তী শহরেও হোটেল বুকিং শেষ পর্যায়ে। এবারের মুনা সম্মেলনের সংবাদ সংগ্রহে নিউ ইয়র্কসহ বিভিন্ন স্টেট থেকে প্রায় ৩০ জন সংবাদকর্মী ফিলাডেলফিয়া উপস্থিত ছিলেন।

পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে শুক্রবার হাজার হাজার ধর্মপ্রান মুসলমানের একত্রে জুমার নামাজ আদায় করেছেন। শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তের যেখানেই যান না কেন বাংলা ভাষাভাষিদের আলাপ আলোচনায় মেতে ওঠে গোটা শহর। এত বাংলাদেশিরা একত্রে অংশ নিয়েছেন তা দেখে গর্ববোধ করছেন আয়োজকরা।

শুক্রবার সম্মেলনে বক্তব্য দেন মুনার ন্যাশনাল কমিটির সভাপতি হারুন অর রশীদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লুৎফর রহমান, আব্দুস সালাম আজাদী ও আহমেদ আবু ওবায়দুল্লাহ ও আরমান চৌধুরি ও আবদুল্লাহ আরিফ।

মুনা সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া থেকে ফিলাডেলফিয়ায় এসে যোগ দিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। তিনি শনিবার বিকেলে সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তারা কোরান ও হাসিদের আলোকে বিশ্লেষনধর্মী তার মূল্যবান বক্তব্য দেন। শেষ পর্যায়ে এসে ড. মিজানুর রহমান আজহারীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সম্মেলনে যোগ দিতে মানুষের আগ্রহ ও চাহিদা বেড়ে যায় দ্বিগুন। শনিবার মিজানুর রহমান আজহারির বক্তব্যের সময় কনভেনশন সেন্টারে তিল ধারণের ঠাঁই ছিলনা। নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজীর বিহীন।