রিপা নূর
……………………
চেয়ে দেখে চোখে চোখে তুলে নিলাম তোমার সেই অসুখ
তাইতো আমি নীল হয়ে যাই, সুরের সুরে ভীষন অসম্ভবে,
ভেবে ভেবে জিতে যাই যে, অটটো হাসির, হাসির হাসিতে,
আজও ফুল ফুটলে গাছে ঘিরে থাকে সেই এক নাকের সুখ ।
বুঝে হেসে হাসি মুখে হাতে তুলে নিলাম তোমার লেখা চিঠি
নিলাম হয়ে তুলে নিলাম সজীব হলাম চিঠির ভাষা বুঝে ।
চেয়ে দেখে চোখে চোখে তুলে নিলাম তোমার সেই অসুখ
ভুবন ডাঙায় জ্বলে উঠুক ভেসে উঠুক ফুটে উঠা সেই সুর ।
তবুও আলো জ্বলে উঠবে ভীষন অসম্ভবে এই মহাবিশ্বে
তবুও বন্ধু ফিরে যাবে অসুখের কাছে গভীর বিশ্বাসে।।
আপনার মতামত লিখুন :