ওহাইও সংবাদ : গত ১০সেপ্টম্বার (রবিবার) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন করলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকো)।
অনুষ্ঠিত এ বনভোজনে ওহাইওতে বসবাসরত নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত এলাম ক্রীক পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দ সহ ওহাইওর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন। এ উৎসব আয়োজনে প্রবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওহাইওর বাংলাদেশি প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই মিলন মেলায় ছিল বাংলাদেশী রকমারি খাবারের আয়োজন। দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এরপর হয় বিভিন্ন খেলাধুলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা অংশ নেন বিভিন্ন ইভেন্টে। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন তারা।
বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক ওহাইও সংবাদের সম্পাদক লিটন কবীরের আহবানে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন, তানজিম সামস্ শিবলী বাকোর সভাপতি আরাফাত ফয়সাল, বাকোর সহ-সভাপতি লিপিকা দাস, বাকোর সাধারন সম্পাদক সারওয়ার খান এবং বাকোর সংস্কৃতিক সম্পাদক ও ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীক প্রিয়ার পরিচালনায় বাকো বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বনভোজনে অংশ নেন। বেলা ১১টা হতে প্রবাসীরা বনভোজন স্থলে সমবেত হতে থাকেন। এ সময় প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। অনেকে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
বাকোর সাংস্কৃতিক সম্পাদক তানিয়া সিদ্দীক প্রিয়া ও জাকিয়া সুলতানা, সাদিকা আবেদিন, শরীফা ও শাহরিন মোবারক এর তত্বাবধানে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলা। মহিলাদের জন্যও ছিল বিশেষ মিউজিক পিলো, মারবেল দৌড় ও রিংটসের আয়োজন ও বিশেষ আকর্ষনীয় কাপল্ গেম। এছাড়া পুরুষদের জন্য ছিল ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, ও ফুটবনের আয়োজন।
বনভোজনের বিশেষ আকর্ষন ছিলো ঘরোয়া পরিবেশে রান্না যার দ¦ায়ীত্বে ছিলেন ইসমাইল হোসেন, তানজিম সামস্ শিবলী, ইমরান জাকির। এছাড়া গ্রীলের দ¦ায়ীত্বে ছিলেন ওহাইও সংবাদের বার্তা সম্পাদক মাহবুবুর রহমান, আজিজ, অনিক, রাকিব প্রমুখ। বনভোজনে আগত অতিথিদের পরিবেশন করা হয় সুস্বাদু খাবার। বনভোজন শুরুতে সামুসা। দুপুরে তানদুরি চিকেন, নান, সালাদ ও বার্গার। রাতে পোলাও, গরুর মাংস, সবজি। শিশুদের জন্য পিজ্জা ও সকলের জন্য কেক। দিনব্যাপি ছিল চা ও লেমনেড এর ব্যবস্তা।
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(বিএসএ) তাদের ছাত্র সংগঠনের ফান্ডরেজের জন্য ষ্টল নিয়ে বসে। মেহেদি, খাবার ও পিন বিক্রয়ের মাধ্যমে তারা ফান্ডরেজ করে। এছাড়া ওহাইও সংবাদের পক্ষ থেকে শিশুদের মাঝে কটন ক্যান্ডি নিজ হাতে তৈরি করে পরিবেশনা করেন সম্পাদক লিটন কবীর।
খেলাধুলায় অংশগ্রহণকারী জয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যায় বনভোজনের কার্যক্রম শেষ হয়। জয়ীদের পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন তার সহধর্মিণী জাকিয়া সুলতানা। দিনব্যাপি আনন্দ-উল্লাস শেষ করে শুরু হয় বাড়ী ফেরার পালা। সভাপতি ও সাধারন সম্পাদক আগত সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে আবার একত্রিত হবার ইচ্ছা প্রকাশ করে দিনব্যাপী পিকনিকের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :