সেই ছোট্ট সাদের অকাল প্রয়ান ওহাইওতে


ওহাইও সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ /
সেই ছোট্ট সাদের অকাল প্রয়ান ওহাইওতে

ওহাইও সংবাদ : ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই এই বিজ্ঞাপন চোখে পড়তো। বিজ্ঞাপনটি কতটা জনপ্রিয় হয়েছিল সেটা নব্বইয়ের শিশু-কিশোররাই ভালো বলতে পারবে। মুখে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞাপনের সংলাপ। এই বিজ্ঞাপনের সেই ছোট্ট ছেলেটির নাম ছিলো সাদ।

বিটিভিতে প্রচারিত দেশের জনপ্রিয় বিজ্ঞাপন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ এর মডেল সাদ হোসেন মারা গেছেন। কিডনিজনিত অসুখে ভুগছিলেন তিনি। গত ১৮ আগস্ট (শুক্রবার) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাদের বাল্য বন্ধু যুক্তরাষ্ট্রের ওহাইও প্রবাসী আরাফাত হোসেন। মৃত্যুকালে সাদ হোসেন স্ত্রী নার্গিস আক্তার, একমাত্র ছেলে জায়ান হোসেন ও পরিবার পরিজন রেখে যান।

সাদ যুক্তরাষ্ট্রের ওহাইওতে বসবাস করতেন। ওহাইওর মাউন্ট কারমেল হাসপাতাল শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লেখেন, ‘আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’ এছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন।

সাদের ছোট বেলার বন্ধু আশফাক আহমেদ তুরজ তার ফেসবুকে পোষ্ট করেন “আজ খুবই ভারাক্রান্ত মন নিয়ে একটি ঘোষণা দিতে চাই আমার এক বন্ধু সাদ হোসেন গতকাল আমাদের ছেড়ে চলে গেছে, ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ছোটবেলায় বেশ আলোচিত চিপস বিজ্ঞাপন চিত্রের একজন শিশু শিল্পী, ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’। দেখা হলেই জিগ্যেস করতাম কিরে দোস্ত এখনো দরজা বন্ধ করেই খাস আমাদের দিবিনা আর এটা বলতেই হাসাহাসি শুরু হয়ে যেত। একটা প্রাণবন্ত হাসিখুশি ছেলে এভাবে আমাদের ছেড়ে দরজাটা বন্ধ করে সারা জীবনের জন্য না ফেরার দেশে চলে যাবে তা ভাবতেই খুব কষ্ট হচ্ছে। একজন বন্ধু হারানো খুবই কষ্টের তাও আবার বিদেশে আমেরিকার মাটিতে। কজন বন্ধুই বা থাকে তার মধ্যে একজন এভাবে বিদায় জানাবে কখনোই ভাবতে পারি না। আমি সবাইকে অনুরোধ করবো সবাই তার আত্বার শান্তির জন্য দোয়া করবেন। ”

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে নামাজে জানাজা শেষে নিউজার্সির মার্লবোরো মুসলিম মেমোরিয়াল কবরস্থান এ সাদ হোসেনকে দাফন করা হয়।