লস অ্যাঞ্জেলেসে রাজু’ল-এর ৪র্থ শাখার উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়


ওহাইও সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ /
লস অ্যাঞ্জেলেসে রাজু’ল-এর ৪র্থ শাখার উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়

ওহাইও সংবাদ : বিশ্ব বিনোদনের রাজধানী লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন হলো রাজু’ল এর চতুর্থ শাখা। ১লা সেপ্টেম্বর থেকে এই শাখার কার্যক্রম শুরু হবে।

এখন থেকে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত যে কেউ সরাসরি অফিসে এসে ফ্যামিলি ইমিগ্রেশান ও এমপ্লয়মেন্ট ইমিগ্রেশান, অ্যাসাইলাম ও রিফিউজিসহ বৈধ ইমিগ্রেশন বিষয়ক যে কোন সেবা নিতে পারবেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করতেও প্রয়োজনীয় আইনি সেবা দিয়ে থাকে রাজু’ল। রাজু’ল গুগল ক্লাউডসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইনে বিশ্বের যে কোন প্রান্তের মানুষজনকে বৈধভাবে আমেরিকায় আসার বিষয়ক ইমিগ্রেশন সেবা প্রদান করে থাকে।

রাজু’ল এর লস অ্যাঞ্জেলেস শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন হামেদ ইসা। যে কোন ধরণের অভিবাসন সেবা পেতে যোগাযোগ করতে পারেন +১ ২১৩ ৬৭৬-৭৯৪৯ এই নম্বরে। এছাড়া সরাসরি অফিসে এসেও সেবা নিতে পারেন লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র লিটল বাংলাদেশের পাশেই ৩৪৫০ উইলশার বুলভার্ডের সেন্ট্রাল প্লাজার ১২ তলার অফিসে।

এই শুভ উদ্বোধন উপলক্ষে সেপ্টেম্বরের এক (০১) তারিখ থেকে তিরিশ (৩০) তারিখ পর্যন্ত অ্যাসাইলাম বিষয়ক ইমিগ্রেশন সেবা নিতে আগ্রহীরা লস অ্যাঞ্জেলেস কার্যালয়ে সরাসরি আসলে পাবেন ১০% ছাড়।